Ajker Patrika

কুতুবদিয়ায় বজ্রপাতে ২ জন নিহত, আহত ১ 

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৯: ৩৪
কুতুবদিয়ায় বজ্রপাতে ২ জন নিহত, আহত ১ 

কুতুবদিয়ায় পৃথক বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এই হতাহতের ঘটনা ঘটেছে। আরেক স্থানে বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন এক নারী। 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুরে আলী আকবর ডেইল তাবেলারচর গ্রামের মৃত আবু জাফরের ছেলে সাহাব উদ্দিন (৬০) লবণের বোটে লবণ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন। প্রায় একই সময়ে কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনের গার্ডে থাকা সাহাব উদ্দিন (৪৫) বজ্রপাতের ঘটনায় অজ্ঞান হয়ে পড়েন। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে বলে জানা গেছে। বৃদ্ধ সাহাব উদ্দিন ও বালুশ্রমিক সাহাব উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা দুজনকেই মৃত বলে জানান। 

অন্যদিকে দুপুর ১২টার দিকে বজ্রপাতের প্রচণ্ড আওয়াজে বড়ঘোপ জেলেপাড়ার প্রবাস দাশের স্ত্রী সুশীলা (২৬) অজ্ঞান হয়ে পড়েন বলে তাঁর বোন রুমা দাশ জানিয়েছেন। তিনি কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, কুতুবদিয়ায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন এবং এক নারী আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। নিহতদের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত