নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুৎ চুরির অভিযোগে মো. নাসের (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালুরঘাট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কালুরঘাট বিদ্যুৎ বিক্রয়-বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন।
জানা গেছে, চান্দগাঁও থানাধীন বরিশাল বাজার কাশেম কলোনি সংলগ্ন মুছা কলোনিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার খবর পায় বিদ্যুৎ বিভাগ। তাৎক্ষণিক চান্দগাঁও থানা-পুলিশের সহায়তায় অভিযানে যান কালুরঘাটের নির্বাহী প্রকৌশলী। তখন একটি বাড়িতে বৈদ্যুতিক মিটারে বাইপাস সংযোগ করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় হাতেনাতে নাসেরকে আটক করা হয়।
এরপর তাকে সঙ্গে নিয়ে আরও বেশ কয়েকটি অবৈধ সংযোগ দেওয়ার তথ্য ও প্রমাণ মেলে। পরে নাসেরকে সঙ্গে নিয়ে মুছা কলোনি গলির ভেতরে বহুতল ভবনে ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ। পরে মুছার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা করা হয়।
স্থানীয়রা জানান, এর আগে বিদ্যুৎ বিভাগের কয়েকটি অভিযান পরিচালনা করা হলেও মূল হোতাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আজকে তিন চার ঘণ্টার অভিযানে মূল হোতাসহ বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করে কর্মকর্তারা।
অভিযানে কালুরঘাট বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মঈনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আলিউল ইসলাম, মো. আবদুর রাজ্জাক, ইকবাল হোসেন, মারুফুর রহমান, চান্দগাঁও থানা পুলিশসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কালুরঘাট বিদ্যুৎ বিক্রয়-বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বরিশাল বাজার ও কালুরঘাট ভারী শিল্প এলাকায় বিদ্যুৎ চুরির বিষয়ে অভিযোগ পাচ্ছিলাম। কিন্তু কে বা কারা এর সঙ্গে জড়িত রয়েছে, তাদের খুঁজে পাচ্ছিলাম না। আজ (মঙ্গলবার) সকালে এক চোর অবৈধ বিদ্যুৎ সংযোগ দিচ্ছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করে মো. নাসেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে মামলা ও গ্রেপ্তারি ওয়ারেন্ট ছিল।’
চান্দগাঁও থানার উপপরিদর্শক আজিজুল হক বলেন, নাসের ইলেকট্রিশিয়ান হিসেবে এলাকায় পরিচিত। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরির সঙ্গে সম্পৃক্ত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুৎ চুরির অভিযোগে মো. নাসের (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালুরঘাট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কালুরঘাট বিদ্যুৎ বিক্রয়-বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন।
জানা গেছে, চান্দগাঁও থানাধীন বরিশাল বাজার কাশেম কলোনি সংলগ্ন মুছা কলোনিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার খবর পায় বিদ্যুৎ বিভাগ। তাৎক্ষণিক চান্দগাঁও থানা-পুলিশের সহায়তায় অভিযানে যান কালুরঘাটের নির্বাহী প্রকৌশলী। তখন একটি বাড়িতে বৈদ্যুতিক মিটারে বাইপাস সংযোগ করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় হাতেনাতে নাসেরকে আটক করা হয়।
এরপর তাকে সঙ্গে নিয়ে আরও বেশ কয়েকটি অবৈধ সংযোগ দেওয়ার তথ্য ও প্রমাণ মেলে। পরে নাসেরকে সঙ্গে নিয়ে মুছা কলোনি গলির ভেতরে বহুতল ভবনে ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ। পরে মুছার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা করা হয়।
স্থানীয়রা জানান, এর আগে বিদ্যুৎ বিভাগের কয়েকটি অভিযান পরিচালনা করা হলেও মূল হোতাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আজকে তিন চার ঘণ্টার অভিযানে মূল হোতাসহ বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করে কর্মকর্তারা।
অভিযানে কালুরঘাট বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মঈনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আলিউল ইসলাম, মো. আবদুর রাজ্জাক, ইকবাল হোসেন, মারুফুর রহমান, চান্দগাঁও থানা পুলিশসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কালুরঘাট বিদ্যুৎ বিক্রয়-বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বরিশাল বাজার ও কালুরঘাট ভারী শিল্প এলাকায় বিদ্যুৎ চুরির বিষয়ে অভিযোগ পাচ্ছিলাম। কিন্তু কে বা কারা এর সঙ্গে জড়িত রয়েছে, তাদের খুঁজে পাচ্ছিলাম না। আজ (মঙ্গলবার) সকালে এক চোর অবৈধ বিদ্যুৎ সংযোগ দিচ্ছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করে মো. নাসেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে মামলা ও গ্রেপ্তারি ওয়ারেন্ট ছিল।’
চান্দগাঁও থানার উপপরিদর্শক আজিজুল হক বলেন, নাসের ইলেকট্রিশিয়ান হিসেবে এলাকায় পরিচিত। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরির সঙ্গে সম্পৃক্ত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
৩ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২১ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগে