Ajker Patrika

বোয়ালখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৬ 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বোয়ালখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৬ 

চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অটোরিকশা চালক মো. জনি (২৪) মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হলো ৬। নিহত জনি পটিয়া উপজেলার পশ্চিম মনসা বাদামতল এলাকার নুরুল হাকিমের ছেলে। 

আজ শুক্রবার বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজন মিজানুর রহমান। তিনি বলেন, গতকাল ঘটনাস্থল থেকে গুরুতর আহত জনিকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সেখান থেকে পরে নগরীর বেসরকারি ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। আজ বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু হয়। 

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আরাকান মহাসড়কের রায়খালী এলাকায় হাওলা দরবার শরীফে আসা নেত্রকোনাগামী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়। 

এদিকে এ দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে বোয়ালখালী থানায় একটি মামলা করেন ঘটনাস্থলে নিহত অটোরিকশা যাত্রী পোস্টমাস্টার আবদুল করিমের স্ত্রী রোকসানা। সড়ক পরিবহন আইনে দায়ের করা এ মামলায় পুলিশ বাস চালক জাকির হোসেনকে আদালতে পাঠানোর কথা জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক। 

গ্রেপ্তার জাকির নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দ ইউনিয়নের মোবারক বাড়ির আবদুল হাশেমের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত