Ajker Patrika

চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে ইঞ্জিন বিস্ফোরণে দগ্ধ ৪ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৭: ০৯
চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে ইঞ্জিন বিস্ফোরণে দগ্ধ ৪ 

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে ইঞ্জিন বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন।  আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটের বে-ওয়ান ক্রুজ শিপের পাশে নোঙর করা একটি ট্রলারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে দগ্ধরা হলেন-জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫), এমরান (২৮)। এর মধ্যে প্রথম ৩ জনের ৮০-৮৫ শতাংশ পর্যন্ত বার্ন হয়েছে। বাকিজন ২০ শতাংশ। তাদের
চমেক হাসপাতালে বার্ন ও ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ৩ জনের ৮০ শতাংশ পর্যন্ত বার্ন হয়েছে। এই ধরনের রোগীদের অবস্থা ভালো থাকে না।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, ‘মাছ ধরার ট্রলারে ইঞ্জিন থেকে সৃষ্ট আগুনে ৪ জন দগ্ধ হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত