Ajker Patrika

হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের নৌ-পারাপার বন্ধ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের নৌ-পারাপার বন্ধ

নোয়াখালীর হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বাতাসে গাছপালা পড়ে রাস্তায় চলাচল বন্ধ হয়ে গেছে। আকাশ মেঘলা হয়ে দিনের বেলায় নেমেছে অন্ধকার। 

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার সকাল থেকে হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ড থেকে সকল ধরনের নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ২৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। 

এদিকে সাগর উত্তাল থাকায় যাত্রীবাহী ও মালবাহী ট্রলারগুলো নিরাপদে আশ্রয় নিয়েছে। নলচিরা ঘাটের পাশে নদীতে অসংখ্য লাইটার জাহাজ এসে তীরে নোঙর করে রেখেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, সকাল থেকে যাত্রীবাহী ট্রলার চলাচলও বন্ধ করে দেওয়া হচ্ছে। নৌ-পুলিশ ঘাটে কাজ করছে। এ ছাড়া দুর্যোগ মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত