রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমকে (৪৬) চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অভিভাবক, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
উপজেলার করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ২০২০ সালে ২৫ সেপ্টেম্বর তাঁর স্কুলেরই এক ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনায় মামলা হলে রাঙামাটির আদালত ২০২২ সালের ২৯ নভেম্বর তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
ধর্ষণের শিকার ছাত্রীকে বিয়ে করা এবং এক একর জমি লিখে দেওয়ার অঙ্গীকার করে এই বছরের ২১ জুন হাইকোর্ট থেকে জামিন নেন আব্দুর রহিম। জামিন পেয়ে গত ২৩ জুন স্কুলে যোগদানের পর তাঁর অপসারণ চেয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা আন্দোলনে নামে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, আব্দুর রহিম ধর্ষক হিসেবে আদালতে দণ্ডপ্রাপ্ত। তিনি শিক্ষকতা করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। তাঁর কাছে আর কোনো শিক্ষার্থী নিরাপদ নয়। বরং তিনি স্কুলে যোগদান করলে স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তা ছাড়া শিক্ষার্থী ধর্ষকের ছাত্রছাত্রী হিসেবে পরিচিতি পাবে।
বক্তারা আরও বলেন, এ কলঙ্ক মুছে ফেলতে আব্দুর রহিমকে শুধু এ বিদ্যালয় থেকে বহিষ্কার নয়, তিনি যেন কোথাও শিক্ষকতা করতে না পারেন সেই ব্যবস্থা গ্রহণ করতে। এ জন্য সরকার ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে দাবি জানান তাঁরা।
এ সময় আব্দুর রহিমকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা না হলে লাগাতার ক্লাস বর্জনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
দীপন বিকাশ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, অভিভাবক এরিক চাকমা, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জিকো চাকমা প্রমুখ।
রাঙামাটির লংগদুতে ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমকে (৪৬) চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অভিভাবক, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
উপজেলার করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ২০২০ সালে ২৫ সেপ্টেম্বর তাঁর স্কুলেরই এক ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনায় মামলা হলে রাঙামাটির আদালত ২০২২ সালের ২৯ নভেম্বর তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
ধর্ষণের শিকার ছাত্রীকে বিয়ে করা এবং এক একর জমি লিখে দেওয়ার অঙ্গীকার করে এই বছরের ২১ জুন হাইকোর্ট থেকে জামিন নেন আব্দুর রহিম। জামিন পেয়ে গত ২৩ জুন স্কুলে যোগদানের পর তাঁর অপসারণ চেয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা আন্দোলনে নামে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, আব্দুর রহিম ধর্ষক হিসেবে আদালতে দণ্ডপ্রাপ্ত। তিনি শিক্ষকতা করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। তাঁর কাছে আর কোনো শিক্ষার্থী নিরাপদ নয়। বরং তিনি স্কুলে যোগদান করলে স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তা ছাড়া শিক্ষার্থী ধর্ষকের ছাত্রছাত্রী হিসেবে পরিচিতি পাবে।
বক্তারা আরও বলেন, এ কলঙ্ক মুছে ফেলতে আব্দুর রহিমকে শুধু এ বিদ্যালয় থেকে বহিষ্কার নয়, তিনি যেন কোথাও শিক্ষকতা করতে না পারেন সেই ব্যবস্থা গ্রহণ করতে। এ জন্য সরকার ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে দাবি জানান তাঁরা।
এ সময় আব্দুর রহিমকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা না হলে লাগাতার ক্লাস বর্জনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
দীপন বিকাশ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, অভিভাবক এরিক চাকমা, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জিকো চাকমা প্রমুখ।
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
১৬ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
৩০ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
১ ঘণ্টা আগে