কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে রাখাইনদের তিন দিনব্যাপী জলকেলি বা সাংগ্রাই পোয়ে উৎসব শুরু হয়েছে। আজ সোমবার জেলার আট উপজেলায় এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাখাইন সম্প্রদায় প্রতি বছর বৈশাখের সঙ্গে রাখাইন অব্দ (মগীসন) উদ্যাপন করে। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে তারা পয়লা বৈশাখ থেকে সাত দিনব্যাপী উৎসব পালন করেন। এ সময় ঘরে ঘরে চলে উৎসব। এর মধ্যে ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী চলে ‘সাংগ্রাই পোয়ে’ বা জলকেলি উৎসব।
শহরের বৌদ্ধ মন্দির সড়কে গিয়ে দেখা যায়, কেয়াংয়ের (বিহার) পাশে শামিয়ানা টাঙানো প্যান্ডেল। প্যান্ডেলের একপাশে পানির ড্রামভর্তি করে সারিবদ্ধ করে দাঁড়িয়ে আছেন রাখাইন তরুণীরা। এর পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল। সেখানে জড়ো হয়েছে নানা বয়সের মানুষ। দল বেঁধে রাখাইন তরুণ-তরুণীরা নেচে গেয়ে এক মহল্লা আরেক মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন।
বৌদ্ধ মন্দির সড়ক, পেশকার পাড়া, টেকপাড়া হাঙরপাড়া, বড় বাজার ও চালবাজারে অন্তত ১৮টি প্যান্ডেল রয়েছে। এসব প্যান্ডেলে রাখাইনদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের লোকজনও উৎসবে ভিড় করতে দেখা যায়।
টেকপাড়ার ক্যংগ্রি রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘সাংগ্রাই পোয়ে তাদের সবচেয়ে বড় উৎসব। জেলার আট উপজেলার রাখাইন পল্লির ঘরে ঘরে এ উৎসব শুরু হয়েছে।’
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেন হ্লা রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্জিকা অনুযায়ী ১৬ এপ্রিল রাত ১২টায় ১৩৮৪ রাখাইন অব্দ (মগীসন) শেষ হয়েছে। ১৩৮৫ অব্দ শুরু হয়েছে ১৭ এপ্রিল মধ্যরাত থেকে। ফলে ১৭ এপ্রিল থেকেই সাংগ্রাই উৎসবের আয়োজন করা হয়। আগামী ১৯ এপ্রিল (বুধবার) সন্ধ্যা পর্যন্ত এ উৎসব চলবে।’
কক্সবাজারে রাখাইনদের তিন দিনব্যাপী জলকেলি বা সাংগ্রাই পোয়ে উৎসব শুরু হয়েছে। আজ সোমবার জেলার আট উপজেলায় এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাখাইন সম্প্রদায় প্রতি বছর বৈশাখের সঙ্গে রাখাইন অব্দ (মগীসন) উদ্যাপন করে। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে তারা পয়লা বৈশাখ থেকে সাত দিনব্যাপী উৎসব পালন করেন। এ সময় ঘরে ঘরে চলে উৎসব। এর মধ্যে ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী চলে ‘সাংগ্রাই পোয়ে’ বা জলকেলি উৎসব।
শহরের বৌদ্ধ মন্দির সড়কে গিয়ে দেখা যায়, কেয়াংয়ের (বিহার) পাশে শামিয়ানা টাঙানো প্যান্ডেল। প্যান্ডেলের একপাশে পানির ড্রামভর্তি করে সারিবদ্ধ করে দাঁড়িয়ে আছেন রাখাইন তরুণীরা। এর পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল। সেখানে জড়ো হয়েছে নানা বয়সের মানুষ। দল বেঁধে রাখাইন তরুণ-তরুণীরা নেচে গেয়ে এক মহল্লা আরেক মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন।
বৌদ্ধ মন্দির সড়ক, পেশকার পাড়া, টেকপাড়া হাঙরপাড়া, বড় বাজার ও চালবাজারে অন্তত ১৮টি প্যান্ডেল রয়েছে। এসব প্যান্ডেলে রাখাইনদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের লোকজনও উৎসবে ভিড় করতে দেখা যায়।
টেকপাড়ার ক্যংগ্রি রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘সাংগ্রাই পোয়ে তাদের সবচেয়ে বড় উৎসব। জেলার আট উপজেলার রাখাইন পল্লির ঘরে ঘরে এ উৎসব শুরু হয়েছে।’
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেন হ্লা রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্জিকা অনুযায়ী ১৬ এপ্রিল রাত ১২টায় ১৩৮৪ রাখাইন অব্দ (মগীসন) শেষ হয়েছে। ১৩৮৫ অব্দ শুরু হয়েছে ১৭ এপ্রিল মধ্যরাত থেকে। ফলে ১৭ এপ্রিল থেকেই সাংগ্রাই উৎসবের আয়োজন করা হয়। আগামী ১৯ এপ্রিল (বুধবার) সন্ধ্যা পর্যন্ত এ উৎসব চলবে।’
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
৯ মিনিট আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
১ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৪ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৪ ঘণ্টা আগে