Ajker Patrika

ফুপুর জানাজায় ভাতিজার মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ১৫
ফুপুর জানাজায় ভাতিজার মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় ফুপুর জানাজার নামাজের মাঠে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাওলানা নুরুল আনোয়ার হেলালি (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার দুপুরে আনোয়ার হেলালির ফুপু আনোয়ারা বেগমের (৮০) জানাজার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন তিনি। এর মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আনোয়ার হেলালি একই এলাকার ওষখাইন শাহ্ আলী রজা রহ. আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মৃত ইমাম শরীফের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

নুরুল আনোয়ার হেলালির ফুপাতো ভাই হাসান জিয়াউল ইসলাম বলেন, ‘আমার ফুপু আনোয়ারা বেগম গত শুক্রবার রাতে মারা যান। আজ শনিবার দুপুরে জোহরের নামাজের পর স্থানীয় জামে মসজিদের মাঠে জানাজার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে ফুপাতো ভাই নুরুল আনোয়ার হেলালি বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের মাঝখানে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। একসঙ্গে পরিবারের দুজনের মৃত্যু হলো। আগামীকাল রোববার সকাল ৯টার দিকে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।’

স্থানীয় পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুল বলেন, ‘একই পরিবারে জানাজার মধ্যেই আরেক সদস্যের মৃত্যু হলো। এটি খুবই হৃদয়বিদারক ঘটনা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত