Ajker Patrika

চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, দুই আবাসিক হলে অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১: ১২
চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, দুই আবাসিক হলে অভিযান

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রক্টরিয়াল বডিকে পুলিশ সহায়তা করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঝামেলার পর আমরা দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছি। মূলত হলে কোনো বহিরাগত ও অস্ত্র আছে কি না, তা দেখার জন্য তল্লাশি চালানো হয়েছে। তবে আমরা কিছুই পাইনি।’

প্রক্টর আরও বলেন, ‘গতকালের ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে গতকাল কথা-কাটাকাটির জেরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শাখা ছাত্রলীগের সিএফসি ও সিক্সটি নাইন গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত