Ajker Patrika

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

প্রতিনিধি, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পলোয়ানপুল ও চরচামিতা এলাকায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে হওয়া এ দুই দুর্ঘটনায় দুজন আহত হয়েছে। 

বুধবার দুপুরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পলোয়ানপুল এলাকায় একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মো. ইকবাল হোসেন নিহত হন। তিনি কমলনগর উপজেলার চরফলকন এলাকার দুলাল হোসেনের ছেলে। এ ঘটনায় মিরাজ হোসেন নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে একই সড়কের চরচামিতা এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আরেক মোটরসাইকেল আরোহী নিহত হন। গুরুতর আহত হন একজন। দুজনের কারও পরিচয়ই এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে লক্ষ্মীপুর থেকে ইকবাল হোসেনসহ দুজন মোটরসাইকেলযোগে চট্টগ্রামে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পলোয়ানপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকবাল হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মিরাজ হোসেনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, দুটি দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছে। তবে নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত