চাঁদপুর প্রতিনিধি
টানা দুই দিনের বৃষ্টিতে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও নিম্নাঞ্চলের বাসিন্দারা।
বুধবার (৯ জুলাই) সকালে এলাকা ঘুরে দেখা গেছে, শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, নাজিরপাড়া, পালপাড়া, আলিমপাড়া, রহমতপুর কলোনিসহ বেশ কিছু সড়কে জলাবদ্ধতা রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ওই এলাকার বাসিন্দারা।
এদিকে টানা বৃষ্টিতে জেলার গ্রামীণ সড়কগুলো ক্ষয়ক্ষতির পাশাপাশি শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলায় গেল বছরের মতো জলাবদ্ধতার শিকার স্থানীয় বাসিন্দারা।
শহরের বিষ্ণুদী এলাকার ব্যবসায়ী বেলাল হোসাইন বলেন, ‘দোকানের সামনে হাঁটুপানি জমেছে। ক্রেতা আসছে না। বৃষ্টি এমনভাবে চলতে থাকলে দোকানে পানি ঢুকে যাবে।’
মিশন রোডের বাসিন্দা আলম খান জানান, ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, শ্রমজীবী মানুষ কাজেও যেতে পারছেন না।
শুধু শহরেই নয়, জেলার শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ও বসতিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
অন্যদিকে যাত্রীর সংকটে লঞ্চ চলাচলে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। ঢাকাগামী লঞ্চগুলো দুই-তিন ঘণ্টা পর ছাড়ছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো. শোয়েব বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় বুধবার সকাল ৯টা পর্যন্ত ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি আরও বাড়তে পারে।’
টানা দুই দিনের বৃষ্টিতে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও নিম্নাঞ্চলের বাসিন্দারা।
বুধবার (৯ জুলাই) সকালে এলাকা ঘুরে দেখা গেছে, শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, নাজিরপাড়া, পালপাড়া, আলিমপাড়া, রহমতপুর কলোনিসহ বেশ কিছু সড়কে জলাবদ্ধতা রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ওই এলাকার বাসিন্দারা।
এদিকে টানা বৃষ্টিতে জেলার গ্রামীণ সড়কগুলো ক্ষয়ক্ষতির পাশাপাশি শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলায় গেল বছরের মতো জলাবদ্ধতার শিকার স্থানীয় বাসিন্দারা।
শহরের বিষ্ণুদী এলাকার ব্যবসায়ী বেলাল হোসাইন বলেন, ‘দোকানের সামনে হাঁটুপানি জমেছে। ক্রেতা আসছে না। বৃষ্টি এমনভাবে চলতে থাকলে দোকানে পানি ঢুকে যাবে।’
মিশন রোডের বাসিন্দা আলম খান জানান, ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, শ্রমজীবী মানুষ কাজেও যেতে পারছেন না।
শুধু শহরেই নয়, জেলার শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ও বসতিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
অন্যদিকে যাত্রীর সংকটে লঞ্চ চলাচলে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। ঢাকাগামী লঞ্চগুলো দুই-তিন ঘণ্টা পর ছাড়ছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো. শোয়েব বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় বুধবার সকাল ৯টা পর্যন্ত ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি আরও বাড়তে পারে।’
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
২৪ মিনিট আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
৩০ মিনিট আগেসেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে
৩৯ মিনিট আগে