Ajker Patrika

সত্তরোর্ধ্ব মেম্বার প্রার্থীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৯: ৪১
সত্তরোর্ধ্ব মেম্বার প্রার্থীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় নুরুল ইসলাম (৭২) নামের এক মেম্বার পদপ্রার্থীকে উদ্ধার করেছে এলাকাবাসী। উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী খাঁ বাড়ির খালের পাড় থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় তাঁকে উদ্ধার করা হয়। 

নুরুল ইসলাম কেনা গ্রামের মৃত নাদির হুসেনের ছেলে। তিনি একাধিকবার ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্যের দায়িত্ব পালন করেছেন। আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, তাঁর প্রতীক ঘুড়ি। 

নুরুল ইসলামকে বৃহস্পতিবার রাত ১২টায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল নেওয়া হয়পরিবারের সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারকালে দুর্বৃত্তরা তাঁকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে ফেলে রাখে। স্থানীয় ইমাম তাঁকে দেখতে পেয়ে মৃত ভেবে এলাবাসীকে ডাকাডাকি করেন। আত্মীয়স্বজন খবর পেয়ে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান। নুরুল ইসলামের গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। 

এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা তাঁকে হাত-পা বেঁধে ফেলে রাখে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত