চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুই মাস সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার আওতায় আসছে প্রায় ৪৩ হাজার নিবন্ধিত জেলে। জাটকা রক্ষা ও মাছের অভয়াশ্রম নিশ্চিত করতে ১ মার্চ থেকে সরকারের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। জেলার মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
জেলা মৎস্য বিভাগ থেকে জানা গেছে, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার প্রতি বছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রম এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করে। সরকারের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইতিমধ্যে জেলা ও উপজেলা টাস্কফোর্সের সভা হয়েছে। পদ্মা-মেঘনা উপকূলীয় জেলেপাড়াগুলোতে জেলেদের অংশগ্রহণে সচেতনতা সভা করা হয়েছে। আইন অমান্য করে যেসব জেলে নদীতে মাছ আহরণ করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন টাস্কফোর্সে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সরেজমিন সদর উপজেলার মেঘনা উপকূলীয় জেলেপাড়া আনন্দবাজার এলাকায় গিয়ে জেলেদের সঙ্গে কথা হয়। জেলে জালাল দেওয়ান ও হৃদয় হোসেন বলেন, তাঁরা সরকারি নিষেধাজ্ঞা মানেন। কিন্তু সরকারের পক্ষ থেকে যে খাদ্যসহায়তা দেওয়া হয়, তাতে তাঁদের সংসার চলে না। এরপর তাঁদের ঋণ থাকে। এই সময় বেকার হয়ে পড়ায় তাঁদের বিকল্প আয়ের ব্যবস্থা নেই। তাঁরা সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি জানান।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, দুই মাসের অভয়াশ্রম বাস্তবায়নে নৌ পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, আইন অমান্য করে কোনো জেলে নদীতে নামলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জাটকা রক্ষায় জেলা ও উপজেলা টাস্কফোর্স নিয়মিত অভিযান পরিচালনা করবে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, মার্চ-এপ্রিল দুই মাস জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের ৪ মাসে ৪০ কেজি করে খাদ্যসহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে ইউনিয়নে চাল বিতরণ শুরু হয়েছে। জাটকা রক্ষায় জেলা টাস্কফোর্সের সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
চাঁদপুরের মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুই মাস সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার আওতায় আসছে প্রায় ৪৩ হাজার নিবন্ধিত জেলে। জাটকা রক্ষা ও মাছের অভয়াশ্রম নিশ্চিত করতে ১ মার্চ থেকে সরকারের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। জেলার মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
জেলা মৎস্য বিভাগ থেকে জানা গেছে, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার প্রতি বছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রম এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করে। সরকারের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইতিমধ্যে জেলা ও উপজেলা টাস্কফোর্সের সভা হয়েছে। পদ্মা-মেঘনা উপকূলীয় জেলেপাড়াগুলোতে জেলেদের অংশগ্রহণে সচেতনতা সভা করা হয়েছে। আইন অমান্য করে যেসব জেলে নদীতে মাছ আহরণ করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন টাস্কফোর্সে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সরেজমিন সদর উপজেলার মেঘনা উপকূলীয় জেলেপাড়া আনন্দবাজার এলাকায় গিয়ে জেলেদের সঙ্গে কথা হয়। জেলে জালাল দেওয়ান ও হৃদয় হোসেন বলেন, তাঁরা সরকারি নিষেধাজ্ঞা মানেন। কিন্তু সরকারের পক্ষ থেকে যে খাদ্যসহায়তা দেওয়া হয়, তাতে তাঁদের সংসার চলে না। এরপর তাঁদের ঋণ থাকে। এই সময় বেকার হয়ে পড়ায় তাঁদের বিকল্প আয়ের ব্যবস্থা নেই। তাঁরা সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি জানান।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, দুই মাসের অভয়াশ্রম বাস্তবায়নে নৌ পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, আইন অমান্য করে কোনো জেলে নদীতে নামলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জাটকা রক্ষায় জেলা ও উপজেলা টাস্কফোর্স নিয়মিত অভিযান পরিচালনা করবে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, মার্চ-এপ্রিল দুই মাস জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের ৪ মাসে ৪০ কেজি করে খাদ্যসহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে ইউনিয়নে চাল বিতরণ শুরু হয়েছে। জাটকা রক্ষায় জেলা টাস্কফোর্সের সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩ ঘণ্টা আগে