আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তে মিসবাহ উদ্দিন (২২) নামের এক যুবক খুন হয়েছেন। ‘চোরাই গরু’ আনতে গিয়ে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ধঅরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, গরু আনাকে কেন্দ্র করে দুর্গম পাহাড়ে একই এলাকার গিয়াস উদ্দীনের সঙ্গে মিসবাহর মারামারি হয়। মারামারিতে মিসবাহ নিহত হন।
আহত হন গিয়াস। তাঁকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মিসবাহ উদ্দিনের বাড়ি নয়াপাড়া ইউনিয়নের ইছহাক কারবারি পাড়ায়। আহত গিয়াস উদ্দিনের বাড়ি একই ইউনিয়নের ইছহাক সর্দার পাড়ায়। তবে নিহতের সহকর্মীরা জানান, মিসবাহকে খুন করা হয়নি। তার শরীরে গাছ পড়ে সে মারা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মিসবাহ উদ্দিন আলীকদম বাজারে সবজি বিক্রি করত। গতকাল শুক্রবার দুপুরে কুরুকপাতা ইউনিয়নের দুর্গম অঞ্চল ধঅরি পাড়ায় মিয়ানমার থেকে চোরাই পথে আসা গরু রিসিভ করতে যান স্থানীয় এক গরু চোরাই কারবারির শ্রমিক হিসেবে। পরে সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে আসা হয়।
আলীকদম উপজেলার নয়াপাড়ার ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ও আহত দুই যুবক সীমান্ত এলাকা থেকে চোরাই গরু আনতে গিয়েছিল। পরে দুজনের মধ্যে গরু নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজন সংঘর্ষে জড়ালে একজন নিহত হয় এবং অন্যজন আহত হয় বলে ধারণা করা হচ্ছে।’
নিহত শ্রমিকের সহকর্মী বদি আলম বলেন, ‘মিসবাহ উদ্দিন গাছ পরে মারা গেছে। পাহাড়ি পথ দিয়ে আসার পথে চারটি গরু খাদে পড়ে যায়। এ সময় গরুগুলো উদ্ধার করতে গেলে শুকনো গাছ পরে মিসবাহ উদ্দিন ও গিয়াস উদ্দিন আহত হন। পরে তাদের নৌকা যোগে আনার সময় নৌকাতে মিসবাহ উদ্দিন মারা যায়।’
নিহতের বাবা মহিউদ্দিন বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। গাছ পড়লে শরীরের এক পাশ থেঁতলে যাবে। কিন্তু আমার ছেলের শরীরে আঘাতের চিহ্ন আছে। আমার ছেলেকে যারা এসেছে তাদের কথাবার্তা সন্দেহজনক।’
আলীকদম থানার ওসি নাছির উদ্দিন বলেন, ‘একজনের মৃত্যু হয়েছে। আহতাবস্থায় আরেকজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই গরু ব্যবসার সঙ্গে জড়িত বলে শুনেছি।’
বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তে মিসবাহ উদ্দিন (২২) নামের এক যুবক খুন হয়েছেন। ‘চোরাই গরু’ আনতে গিয়ে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ধঅরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, গরু আনাকে কেন্দ্র করে দুর্গম পাহাড়ে একই এলাকার গিয়াস উদ্দীনের সঙ্গে মিসবাহর মারামারি হয়। মারামারিতে মিসবাহ নিহত হন।
আহত হন গিয়াস। তাঁকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মিসবাহ উদ্দিনের বাড়ি নয়াপাড়া ইউনিয়নের ইছহাক কারবারি পাড়ায়। আহত গিয়াস উদ্দিনের বাড়ি একই ইউনিয়নের ইছহাক সর্দার পাড়ায়। তবে নিহতের সহকর্মীরা জানান, মিসবাহকে খুন করা হয়নি। তার শরীরে গাছ পড়ে সে মারা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মিসবাহ উদ্দিন আলীকদম বাজারে সবজি বিক্রি করত। গতকাল শুক্রবার দুপুরে কুরুকপাতা ইউনিয়নের দুর্গম অঞ্চল ধঅরি পাড়ায় মিয়ানমার থেকে চোরাই পথে আসা গরু রিসিভ করতে যান স্থানীয় এক গরু চোরাই কারবারির শ্রমিক হিসেবে। পরে সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে আসা হয়।
আলীকদম উপজেলার নয়াপাড়ার ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ও আহত দুই যুবক সীমান্ত এলাকা থেকে চোরাই গরু আনতে গিয়েছিল। পরে দুজনের মধ্যে গরু নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজন সংঘর্ষে জড়ালে একজন নিহত হয় এবং অন্যজন আহত হয় বলে ধারণা করা হচ্ছে।’
নিহত শ্রমিকের সহকর্মী বদি আলম বলেন, ‘মিসবাহ উদ্দিন গাছ পরে মারা গেছে। পাহাড়ি পথ দিয়ে আসার পথে চারটি গরু খাদে পড়ে যায়। এ সময় গরুগুলো উদ্ধার করতে গেলে শুকনো গাছ পরে মিসবাহ উদ্দিন ও গিয়াস উদ্দিন আহত হন। পরে তাদের নৌকা যোগে আনার সময় নৌকাতে মিসবাহ উদ্দিন মারা যায়।’
নিহতের বাবা মহিউদ্দিন বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। গাছ পড়লে শরীরের এক পাশ থেঁতলে যাবে। কিন্তু আমার ছেলের শরীরে আঘাতের চিহ্ন আছে। আমার ছেলেকে যারা এসেছে তাদের কথাবার্তা সন্দেহজনক।’
আলীকদম থানার ওসি নাছির উদ্দিন বলেন, ‘একজনের মৃত্যু হয়েছে। আহতাবস্থায় আরেকজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই গরু ব্যবসার সঙ্গে জড়িত বলে শুনেছি।’
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
৮ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
২২ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
৩৯ মিনিট আগে