নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুস সবুর নামের এক দিনমজুরকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ ও এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে চারজনকে। আজ বুধবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকার মো. জাবেদ ও হাবিজ আহমদ। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি হলেন একই এলাকার মিন্টু মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল মোস্তফা মাহমুদ। তিনি বলেন, ‘আলোচিত আব্দুস সবুর হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত থেকে চার আসামি বেকসুর খালাস পেয়েছেন।’
আদালত থেকে জানা গেছে, ২০১০ সালের ৫ নভেম্বর সকালে কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকায় জমি দখল নিয়ে দুই পক্ষের ঝগড়া শুরু হয়। এ সময় দখলে বাধা দেওয়ায় আব্দুস সবুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে করে হত্যা করা হয়। সবুরের বড় ভাইসহ পরিবারের কয়েকজনকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।
ওই ঘটনার পরদিন সবুরের স্ত্রী বাদী হয়ে ১০ জনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। কর্ণফুলী থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর নয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ৮ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
এ বিষয়ে পিপি সিরাজুল বলেন, ‘মামলাটি প্রমাণ করতে রাষ্ট্রপক্ষে ১১ জন আদালতে সাক্ষ্য দেন।’
চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুস সবুর নামের এক দিনমজুরকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ ও এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে চারজনকে। আজ বুধবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকার মো. জাবেদ ও হাবিজ আহমদ। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি হলেন একই এলাকার মিন্টু মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল মোস্তফা মাহমুদ। তিনি বলেন, ‘আলোচিত আব্দুস সবুর হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত থেকে চার আসামি বেকসুর খালাস পেয়েছেন।’
আদালত থেকে জানা গেছে, ২০১০ সালের ৫ নভেম্বর সকালে কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকায় জমি দখল নিয়ে দুই পক্ষের ঝগড়া শুরু হয়। এ সময় দখলে বাধা দেওয়ায় আব্দুস সবুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে করে হত্যা করা হয়। সবুরের বড় ভাইসহ পরিবারের কয়েকজনকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।
ওই ঘটনার পরদিন সবুরের স্ত্রী বাদী হয়ে ১০ জনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। কর্ণফুলী থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর নয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ৮ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
এ বিষয়ে পিপি সিরাজুল বলেন, ‘মামলাটি প্রমাণ করতে রাষ্ট্রপক্ষে ১১ জন আদালতে সাক্ষ্য দেন।’
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৯ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৬ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২১ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২৫ মিনিট আগে