Ajker Patrika

সারা দেশে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কর্মবিরতি , আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সারা দেশে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কর্মবিরতি , আমদানি-রপ্তানি বন্ধ

চট্টগ্রাম, ঢাকা, বেনাপোল মংলাসহ সারা দেশের সকল কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে একযোগে কর্মবিরতি পালন করছেন কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট। এতে সারা দেশে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার এই কর্মবিরতি পালন করা হয়।

এর আগে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট এর কেন্দ্রীয় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন পূর্বনির্ধারিত এই কর্মবিরতির ডাক দেয়। জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সসিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে পূর্ণ দিবস এই কর্মবিরতি আহ্বান করা হয়।

বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সারা দেশের সকল কাস্টমস হাউস ও স্টেশনে একযোগে কর্মবিরতি পালন করা হচ্ছে। এর আগে গত রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ কর্মদিবস পালনের জন্য সংবাদ সম্মেলন করা হয়। 

চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, ‘সকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে আজকে পূর্ণদিবস কর্ম বিরতি পালন করা হচ্ছে। আজ রাতে আমরা ডাকায় আবার বসব পুনরায় কর্মসূচির বিষয়ে আলোচনা করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত