Ajker Patrika

খাগড়াছড়িতে গ্রেপ্তার রোহিঙ্গা যুবকের ৩ দিনের রিমান্ড

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৮: ৫৭
খাগড়াছড়িতে গ্রেপ্তার রোহিঙ্গা যুবকের ৩ দিনের রিমান্ড

খাগড়াছড়িতে পাসপোর্ট করতে গিয়ে গ্রেপ্তার রোহিঙ্গা যুবককে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ভোটার আইডি ও জন্মনিবন্ধন তৈরির সঙ্গে জড়িতদের মামলায় সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলমের আদালত এ আদেশ দেন। এ ছাড়া বিষয়টি দুদককে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে আটক হন রোহিঙ্গা যুবক মাতালম। পরের দিন শুক্রবার সদর থানায় এ-সংক্রান্ত একটি মামলা দায়ের করে পুলিশ। আজ আদালতে হাজির করে ওই রোহিঙ্গা যুবকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

জানা যায়, ১৯৮৬ সালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড় পিলাকে আসেন মাতালম। তখন তাঁর বয়স ছিল চার-পাঁচ বছর। এর পর থেকে মাতালম বড় পিলাকে থাকতেন। তাঁর বাবার নাম আবু সৈয়দ। মায়ের নাম রহিমা খাতুন। তাঁরা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। মাতালম বিয়ে করেছেন আট-নয় বছর আগে। শ্বশুরবাড়ির বদৌলতে বড়পিলাক থেকেই ভোটার ও জন্মনিবন্ধন করেছেন মাতালম—প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত