Ajker Patrika

২১ দিন বন্ধের পর চালু হলো টেকনাফ স্থলবন্দর

কক্সবাজার প্রতিনিধি
২১ দিন বন্ধের পর চালু হলো টেকনাফ স্থলবন্দর

২১ দিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার পণ্যবাহী চারটি ট্রলার টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে বলে জানায় কর্তৃপক্ষ।

এর আগে মিয়ানমারের রাখাইনে অস্থিরতার কারণে গত ১৪ নভেম্বর থেকে টেকনাফ স্থলবন্দরে কোনো পণ্য আসেনি। একইভাবে টেকনাফ থেকে কোনো পণ্য মিয়ানমারে যায়নি। এতে দৈনিক অন্তত ৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার।

স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা এ এস এম মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে দীর্ঘদিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। মঙ্গলবার চারটি পণ্য বোঝাই ট্রলার এসেছে। এসব পণ্যের আমদানিকারক ওমর ফারুক নামে টেকনাফের এক ব্যবসায়ী।’

ব্যবসায়ী ওমর ফারুক বলেন, ‘২৫২ টন সুপারি, ৩০ টন আদা, ৫৫ টন নারকেল ও ১০০ টন মাছ নিয়ে চারটি ট্রলার টেকনাফ স্থলবন্দরের জেটিতে এসে পৌঁছেছে। এসব পণ্য তিন সপ্তাহ ধরে মিয়ানমারের আকিয়াব বন্দরে আটকা ছিল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ব্যবসায়ীদের কেনা শত শত টন আদা, নারকেল, মাছ ও সুপারি আকিয়াব বন্দরে রয়েছে। অনেক ব্যবসায়ীর আদা পচে গেছে। এতে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।’

স্থলবন্দর পরিচালনার দায়িত্বে থাকা ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী বলেন, ‘২১ দিন পর মঙ্গলবার সকালে মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে চারটি পণ্যবোঝাই ট্রলার এসেছে। এসব ট্রলারে আদা, মাছ, নারকেল ও সুপারি রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত