অনলাইন ডেস্ক
নেপালের রাজধানী কাঠমান্ডুর অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর স্পর্শকাতর বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত তরুণের নাম মোহাম্মদ জাবেদ ওমর (২০)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা।
সিআইডি বলছে, বাংলাদেশি এই তরুণ কোনো একভাবে ওই কিশোরীর নানা রকম ছবি-ভিডিও সংগ্রহ করে। পরে তা মেয়েটির ফেসবুক বন্ধু ও আত্মীয়স্বজনের কাছে পাঠিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মেয়েটি আত্মহত্যারও চেষ্টা করে। পরে পরিবারের পক্ষ থেকে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে, তারা ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে।
সিআইডির মুখপাত্র আজাদ রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পারে, ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে ভুক্তভোগী মেয়ের সঙ্গে অভিযুক্তের পরিচয়। পরে কৌশলে ভুক্তভোগীর স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেল শুরু করে। টাকা না পেয়ে আসামি ভুক্তভোগীর ছবি ও ভিডিও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভিকটিমের আত্মীয়স্বজনদের কাছে পাঠায়।’
ইন্টারপোলের অনুরোধ পাওয়ার পর সিআইডির সাইবার ইন্টেলিজেন্স এবং রিস্ক ম্যানেজমেন্ট টিম গত ১৫ জানুয়ারি অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে আসামি মোহাম্মদ জাবেদ ওমরকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারের সময় জাবেদ ওমরের কাছ থেকে একটি পোকো এক্স-৩ মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং জব্দকৃত মোবাইল ফোনে ভিকটিমের স্পর্শকাতর ছবি ও ভিডিও পাওয়া যায়। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নেপালের রাজধানী কাঠমান্ডুর অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর স্পর্শকাতর বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত তরুণের নাম মোহাম্মদ জাবেদ ওমর (২০)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা।
সিআইডি বলছে, বাংলাদেশি এই তরুণ কোনো একভাবে ওই কিশোরীর নানা রকম ছবি-ভিডিও সংগ্রহ করে। পরে তা মেয়েটির ফেসবুক বন্ধু ও আত্মীয়স্বজনের কাছে পাঠিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মেয়েটি আত্মহত্যারও চেষ্টা করে। পরে পরিবারের পক্ষ থেকে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে, তারা ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে।
সিআইডির মুখপাত্র আজাদ রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পারে, ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে ভুক্তভোগী মেয়ের সঙ্গে অভিযুক্তের পরিচয়। পরে কৌশলে ভুক্তভোগীর স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেল শুরু করে। টাকা না পেয়ে আসামি ভুক্তভোগীর ছবি ও ভিডিও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভিকটিমের আত্মীয়স্বজনদের কাছে পাঠায়।’
ইন্টারপোলের অনুরোধ পাওয়ার পর সিআইডির সাইবার ইন্টেলিজেন্স এবং রিস্ক ম্যানেজমেন্ট টিম গত ১৫ জানুয়ারি অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে আসামি মোহাম্মদ জাবেদ ওমরকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারের সময় জাবেদ ওমরের কাছ থেকে একটি পোকো এক্স-৩ মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং জব্দকৃত মোবাইল ফোনে ভিকটিমের স্পর্শকাতর ছবি ও ভিডিও পাওয়া যায়। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৪ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৬ ঘণ্টা আগে