Ajker Patrika

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড সুবর্ণচরের ৩ গ্রাম, বহু ঘরবাড়ি বিধ্বস্ত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৫: ৫৯
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড সুবর্ণচরের ৩ গ্রাম, বহু ঘরবাড়ি বিধ্বস্ত

নোয়াখালীর সুবর্ণচরে ঘূর্ণিঝড়ের আঘাতে তিনটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ে বহু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্তসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া, চর ওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ ও চর জুবিলি ইউনিয়নের চর জুবিল গ্রামে এই ঝড় হয়।

গতকাল রাত সাড়ে ১২টার দিকে এই ঝড় হয়। ঝড়ের পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সহযোগিতা করা হয়নি বলে জানিয়েছে তারা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, গতকাল রাত ১২টার দিকে শো শো ও বিকট শব্দ শুনতে পান। ঘর থেকে বের হয়ে দেখেন, তাঁর বাড়ির পাঁচ শ গজ দূরে গাছপালা ভেঙে পড়ছে। কাদা ও হাঁটু পরিমাণ পানি ডিঙিয়ে গিয়ে দেখেন বিরানভূমি। সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। ঘরে অবশিষ্ট অংশ ঝড়ে উড়িয়ে আধা কিলোমিটার দূরে নিয়ে ফেলেছে। ঘুমন্ত এক বৃদ্ধা খাটসহ একটি বিলে গিয়ে পড়েছেন। ঘরের আসবাব, ফ্রিজ, আলমারি, রান্না করা ভাতের পাতিল ৫০০ গজ দূরে পড়ে আছে।

গৃহিণী শামছুন নাহার বলেন, ‘মুহূর্তের মধ্যে ঘর উড়িয়ে নিয়ে যায়। শুয়ে থাকা শাশুড়ি ও সন্তানদের খুঁজতে থাকি। পরে দেখি তারা পানির মধ্যে পড়ে আছে। চারদিকে মানুষের চিৎকার। এক মুঠো চালও রেখে যায়নি, লন্ডভন্ড করে নিয়ে গেছে। নিজের ও সন্তানদের একটা জামা–কাপড়ও নেই।’ 

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড সুবর্ণচরের একটি বাড়ি। ছবি: আজকের পত্রিকাস্থানীয় জনপ্রতিনিধি সিদ্দিক উল্ল্যাহ বলেন, রাতের টর্নেডো তিন গ্রামের আটটি বাড়ির ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, সহযোগিতা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে বিধ্বস্ত ঘরবাড়ি দেখেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত