চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় শাখা ছাত্রলীগের ছয় নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, থানার বাইরে অবস্থান করায় মামলার বিষয়ে তিনি অবগত নন।
অভিযুক্তরা হলেন–শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী ও ছাত্রলীগের সিএফসি গ্রুপের অনুসারী মো. শরিফ উদ্দিন, লোক প্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সিক্সটি নাইনের অনুসারী সাইদুল ইসলাম সাইদ, সমাজতত্ত্ব বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সিএফসি গ্রুপের অনুসারী আরিফুল ইসলাম আরিফ, ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিজয় গ্রুপের অনুসারী এইচটি ইমাম, লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিজয় গ্রুপের অনুসারী জজ মিয়া ওরফে মাজহারুল ইসলাম, আইন বিভাগের বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সিএফসি গ্রুপের অনুসারী ইয়াসিন আরাফাত।
মামলার এজাহারে বলা হয়েছে, জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আমিসহ (বাদী) অন্য সহযোদ্ধারা ক্যাম্পাসে সমন্বয়কের মিছিল–সমাবেশ করেছি। এরই ধারাবাহিকতায় ১৪ জুলাই (রোববার) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় আমি ও সহযোদ্ধারা মিছিলে জড়ো হয়ে ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ স্লোগান দিচ্ছিলাম।
ওই সময় বিবাদী গণসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জন রাত সাড়ে ১১টার দিকে দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র হাতে হামলা ও ককটেল নিক্ষেপ করতে থাকে। এ সময় আমরা ভয়ে আতঙ্কিত হয়ে ছত্রভঙ্গ হয়ে যাই।
এজাহারে আরও বলা হয়, বিবাদীগণ ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ ছাত্রলীগের চিহ্নিত নেতা কর্মী আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বানচাল করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে।
এ বিষয়ে বাদী সাব্বির হোসেন রিয়াদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৪ জুলাই চবির জিরো পয়েন্ট এলাকায় আমাদের ওপর চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করে ছাত্রলীগের নেতা কর্মী এবং তাদের দোসররা। আমরা চাই এসব অন্যায়ের সুষ্ঠু বিচার হোক। এই লক্ষ্যে আজ হাটহাজারী থানায় মামলা দায়ের করেছি।’
তিনি আরও বলেন, বিবাদীদের ঠিকানা সংগ্রহ করতে ব্যস্ত থাকায় এজাহার দায়েরে বিলম্ব হয়।’ পরে আরও কয়েকজনের নাম মামলায় যুক্ত করা হবে বলে জানান তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় শাখা ছাত্রলীগের ছয় নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, থানার বাইরে অবস্থান করায় মামলার বিষয়ে তিনি অবগত নন।
অভিযুক্তরা হলেন–শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী ও ছাত্রলীগের সিএফসি গ্রুপের অনুসারী মো. শরিফ উদ্দিন, লোক প্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সিক্সটি নাইনের অনুসারী সাইদুল ইসলাম সাইদ, সমাজতত্ত্ব বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সিএফসি গ্রুপের অনুসারী আরিফুল ইসলাম আরিফ, ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিজয় গ্রুপের অনুসারী এইচটি ইমাম, লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিজয় গ্রুপের অনুসারী জজ মিয়া ওরফে মাজহারুল ইসলাম, আইন বিভাগের বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সিএফসি গ্রুপের অনুসারী ইয়াসিন আরাফাত।
মামলার এজাহারে বলা হয়েছে, জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আমিসহ (বাদী) অন্য সহযোদ্ধারা ক্যাম্পাসে সমন্বয়কের মিছিল–সমাবেশ করেছি। এরই ধারাবাহিকতায় ১৪ জুলাই (রোববার) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় আমি ও সহযোদ্ধারা মিছিলে জড়ো হয়ে ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ স্লোগান দিচ্ছিলাম।
ওই সময় বিবাদী গণসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জন রাত সাড়ে ১১টার দিকে দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র হাতে হামলা ও ককটেল নিক্ষেপ করতে থাকে। এ সময় আমরা ভয়ে আতঙ্কিত হয়ে ছত্রভঙ্গ হয়ে যাই।
এজাহারে আরও বলা হয়, বিবাদীগণ ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ ছাত্রলীগের চিহ্নিত নেতা কর্মী আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বানচাল করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে।
এ বিষয়ে বাদী সাব্বির হোসেন রিয়াদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৪ জুলাই চবির জিরো পয়েন্ট এলাকায় আমাদের ওপর চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করে ছাত্রলীগের নেতা কর্মী এবং তাদের দোসররা। আমরা চাই এসব অন্যায়ের সুষ্ঠু বিচার হোক। এই লক্ষ্যে আজ হাটহাজারী থানায় মামলা দায়ের করেছি।’
তিনি আরও বলেন, বিবাদীদের ঠিকানা সংগ্রহ করতে ব্যস্ত থাকায় এজাহার দায়েরে বিলম্ব হয়।’ পরে আরও কয়েকজনের নাম মামলায় যুক্ত করা হবে বলে জানান তিনি।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে