Ajker Patrika

এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পরিচয়ে রোগী দেখায় জরিমানা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পরিচয়ে রোগী দেখায় জরিমানা

এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পরিচয়ে রোগী দেখায় কামরুন্নাহার শান্তা নামে এক নারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা। 

ইউএনও তাসলিমুন নেছা আজকের পত্রিকাকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিদের্শনা মোতাবেক বিএমডিসির সনদ ছাড়া কেউই ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না। কামরুন্নাহার শান্তকে প্রাথমিক সতর্ক করে দেওয়া হয়েছে। 

ফরিদগঞ্জ উপজেলা সদরের হাসপাতাল সড়কে অবস্থিত জেনারেল ডায়াগনিস্টক সেন্টারে ডাক্তার পরিচয়ে কামরুন্নাহার শান্তা দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছেন। অথচ অভিযানকালে তিনি এমবিবিএস সার্টিফিকেট বা বিএমডিসির সনদ দেখাতে পারেন নাই। 

এ ছাড়া রেডিওলোজিস্ট না হয়ে এক্সরে পরিচালনা করার দায়ে আরেকটি প্রতিষ্ঠানকেও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

অভিযানের সময় কামরুন্নাহা শান্তা বিএমডিসির সনদসহ প্রয়োজনীয় সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় ওই ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই সড়কের মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে রেডিওলোজিস্ট না হয়ে এক্সরে পরিচালনা করার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করেন ইউএনও। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী ও ডা. ফয়সাল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত