Ajker Patrika

নববধূকে ঘরে তোলা হলো না মিলনের

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৫৫
নববধূকে ঘরে তোলা হলো না মিলনের

২০১১ সালে জীবিকার উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আনিসুল হক মিলন (৩০)। দীর্ঘ ১৩ বছর আফ্রিকার বিভিন্ন শহরে ব্যবসা-বাণিজ্য করে দেশে নিজের পরিবারকে অনেকটা স্বাবলম্বীও করেছেন। সম্প্রতি পারিবারিকভাবে মোবাইল ফোনে বিয়ে করেন খালাতো বোন শাহেদা আক্তারকে। দেশে আসার পর আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তুলে আনবেন এমনটাই কথা ছিল। গত শনিবার বাংলাদেশে পৌঁছার কথা ছিল আনিসুল হক মিলনের। কিন্তু তাঁর সেই স্বপ্ন নিমেষেই শেষ হয়ে গেল।

আগের দিন শুক্রবার দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে বাংলাদেশে আসার জন্য জোহানেসবার্গ বিমানবন্দরে আসার পথে সড়ক দুর্ঘটনায় চার বন্ধু ও বন্ধুর ছেলে ঘটনাস্থলে মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় জজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিন দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর আসে দেশে। এ সময় স্বজনদের কান্না আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির আশপাশের পরিবেশ।

মিলনের ছোট ভাই সাইদুল হক রিমন আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে ১৩ বছর পর গত শনিবার দেশে আসার কথা ছিল তাঁর। গতকাল সন্ধ্যায় ভাইয়ের মৃত্যুর খবর আসে। পারিবারিকভাবে ১০ দিন আগে ভাইয়ের সঙ্গে খালাতো বোন শাহেদা আক্তারের বিয়ে হয়। দেশে আসার পর ১০-১৫ দিনের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তুলে নেবেন এমনটাই কথা ছিল।’ 

বড় বোন রাজু আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাই বলেছে বোন ধৈর্য ধর, এইবার দেশে আসলে তোর ছেলেকে ব্যবসা-বাণিজ্যে অথবা বিদেশে পাঠানোর ব্যবস্থা করব। তোকে ঘর তৈরি করে দেব। কিন্তু আমার ভাইয়ের সে আশা আল্লাহ পূরণ করল না।’ 

মিলনের বাবা বাহার মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে এত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাবে, এই কথাটা ভাবতে পারছি না। দুই মাস আগে ছেলে আফ্রিকায় নতুন ব্যবসা চালু করেছে, সে জন্য ব্র্যাক ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা লোন নিয়ে তার কাছে পাঠাই। এখন আমি ছেলে হারিয়ে ধারদেনা হয়ে নিঃস্ব হয়ে গেছি। কীভাবে পরিশোধ করব এই টাকা।’ 

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘মিলন দেশে আসলেই তার বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নববধূকে ঘরে তুলে নেওয়ার কথা ছিল। গতকাল সরেজমিন তার পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি জেনেছি। আগামী দুই-এক দিনের ভেতরে আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ফেনীর সবার লাশ একসঙ্গে আসার কথা রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত