রাঙামাটি প্রতিনিধি
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিগত ৫০ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজন করে রাখা হয়েছিল। বড় আকারে এর শিকার হয়েছিল পার্বত্য চট্টগ্রাম। এখানে নানা বিভাজন নানা অশান্তি জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। আমরা আর কোনো পক্ষকে সুবিধা নিতে দেব না। কোনো সমস্যা হলে সেটা আমরা নিজেরা বসে সমাধান করব, সুরাহা করব। সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
আজ রোববার বেলা ২টায় রাঙামাটি শহরের বনরূপা চৌমুহনীতে এনসিপির পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৭২-এর সংবিধানের কথা বলে আসছি। এ সংবিধানে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এ সংবিধানে অবাঙালি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর বিরোধিতা করেছিলেন পাহাড়ের নেতা এম এন লারমা।’
নাহিদ আরও বলেন, ‘আমরা এ মুজিববাদী সংবিধান বাতিল করে সবাই মিলে বসে একটি সংবিধান তৈরি করব। এখানে সবার কথা থাকবে। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সবাই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। কাউকে বাদ দিয়ে আমরা এগিয়ে যেতে চাই না। পাহাড়ে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিইয়ে রাখা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এনসিপির আরেক শীর্ষ নেতা সারজিস আলম বলেন, দেশের বিভিন্ন স্থানে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য প্রান্তিক এলাকায় শাস্তি হিসেবে বদলি করা হয়। এটি কোনো সমাধান নয়। যেসব এলাকায় এসব দুর্নীতিগ্রস্তকে বদলি করা হয়, এসব এলাকার মানুষ ভিন্ন কি না, প্রশ্ন করে রাষ্ট্রের কাছে এসব দুর্নীতিগ্রস্তকে বিচারের আওতায় আনার দাবি জানান। এসব দুর্নীতিগ্রস্ত যেখানে যাবে, সেখানে দুর্নীতি করবে। এসব দুর্নীতিগ্রস্তকে কোনো জায়গায় জনগণের সেবক হিসেবে দেখতে চান না বরে জানান সারজিস।
এর আগে রাঙামাটি শহরের শিল্পকলা থেকে বনরূপা পর্যন্ত হেঁটে যান এনসিপি নেতারা। সভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, সামান্তা শারমিন ও এনসিপি রাঙামাটির আহ্বায়ক বিপিন বিকাশ চাকমা। এনসিপির কর্মসূচিকে ঘিরে রাঙামাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনা পুলিশ ও আর্ম পুলিশ মোতায়েন করা হয়।
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিগত ৫০ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজন করে রাখা হয়েছিল। বড় আকারে এর শিকার হয়েছিল পার্বত্য চট্টগ্রাম। এখানে নানা বিভাজন নানা অশান্তি জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। আমরা আর কোনো পক্ষকে সুবিধা নিতে দেব না। কোনো সমস্যা হলে সেটা আমরা নিজেরা বসে সমাধান করব, সুরাহা করব। সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
আজ রোববার বেলা ২টায় রাঙামাটি শহরের বনরূপা চৌমুহনীতে এনসিপির পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৭২-এর সংবিধানের কথা বলে আসছি। এ সংবিধানে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এ সংবিধানে অবাঙালি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর বিরোধিতা করেছিলেন পাহাড়ের নেতা এম এন লারমা।’
নাহিদ আরও বলেন, ‘আমরা এ মুজিববাদী সংবিধান বাতিল করে সবাই মিলে বসে একটি সংবিধান তৈরি করব। এখানে সবার কথা থাকবে। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সবাই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। কাউকে বাদ দিয়ে আমরা এগিয়ে যেতে চাই না। পাহাড়ে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিইয়ে রাখা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এনসিপির আরেক শীর্ষ নেতা সারজিস আলম বলেন, দেশের বিভিন্ন স্থানে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য প্রান্তিক এলাকায় শাস্তি হিসেবে বদলি করা হয়। এটি কোনো সমাধান নয়। যেসব এলাকায় এসব দুর্নীতিগ্রস্তকে বদলি করা হয়, এসব এলাকার মানুষ ভিন্ন কি না, প্রশ্ন করে রাষ্ট্রের কাছে এসব দুর্নীতিগ্রস্তকে বিচারের আওতায় আনার দাবি জানান। এসব দুর্নীতিগ্রস্ত যেখানে যাবে, সেখানে দুর্নীতি করবে। এসব দুর্নীতিগ্রস্তকে কোনো জায়গায় জনগণের সেবক হিসেবে দেখতে চান না বরে জানান সারজিস।
এর আগে রাঙামাটি শহরের শিল্পকলা থেকে বনরূপা পর্যন্ত হেঁটে যান এনসিপি নেতারা। সভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, সামান্তা শারমিন ও এনসিপি রাঙামাটির আহ্বায়ক বিপিন বিকাশ চাকমা। এনসিপির কর্মসূচিকে ঘিরে রাঙামাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনা পুলিশ ও আর্ম পুলিশ মোতায়েন করা হয়।
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
৪১ মিনিট আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেসেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে
১ ঘণ্টা আগে