Ajker Patrika

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৫: ০২
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় উল্টে যাওয়া পিকআপ ভ্যান। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় উল্টে যাওয়া পিকআপ ভ্যান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে গেছে। এতে ভ্যানের ওপরে থাকা এক শিশু নিহত এবং তার মা-বাবাসহ সাতজন আহত হয়েছেন। তাঁরা বাসা বদল করে মালপত্র নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন।

আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া চৌধুরী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম জাকিয়া ইসলাম (৫)। আহত হয়েছেন তার বাবা জামাল উদ্দিন, মা লাইজু বেগম, ভাই মো. ফয়সাল, নানি সেলিনা বেগম, খালা রিমা আক্তার, খালাতো বোন সুমাইয়া আক্তার ও গাড়িচালক মো. রায়হান।

জামাল ভোলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার আশুলিয়ায় বসবাস করছিলেন। সম্প্রতি চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হওয়ার সুবাদে তিনি পিকআপ ভ্যানে করে মালপত্র নিয়ে সেখানে যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশবাড়ীয়া এলাকা অতিক্রমকালে পিকআপটিকে পাশ কাটানোর চেষ্টা করে একটি বাস। এতে বাসটির পেছনের অংশের সঙ্গে ধাক্কা লাগে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশু জাকিয়া নিহত হয়। পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

আহত জামাল বলেন, ‘ঢাকায় চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতরভাবে দিন যাপন করছিলাম। দীর্ঘ চেষ্টার পর চট্টগ্রামে চাকরি হলে আশায় বুক বাঁধি। স্ত্রী-সন্তানসহ নিকটাত্মীয়দের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হই। কিন্তু মুহূর্তের দুর্ঘটনায় সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। আমার কাছ থেকে হারিয়ে গেছে কলিজার টুকরা মেয়েটি।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে নিহত শিশুর লাশ। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে নিহত শিশুর লাশ। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আহতেরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির মরদেহ রয়েছে চমেক হাসপাতাল মর্গে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত