Ajker Patrika

ইন্টারনেটের লাইনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১০: ০৭
ইন্টারনেটের লাইনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

ফেনীতে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেটের তার টাঙানোর সময় বিদ্যুতায়িত হয়ে থৈইলডি মারমা (৪৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে ফেনী পৌরসভার শহীদ শহীদুল্লা কায়সার সড়কে এ ঘটনা ঘটে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে  পিএসএল নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মী থৈইলডি মারমা পৌরশহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের এসি মার্কেটের পাশে একটি ভবনে ইন্টারনেট সংযোগ দিতে যান। এ সময় সেখানে ইন্টারনেটের তার টাঙানোর জন্য সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে খুঁটি থেকে ছিটকে নিচে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত