নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ছাদ থেকে পড়ে তাহমিনা ইকবাল আরশি (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ভবনের ৫ম তলার ভাড়া বাসায় স্বামী–শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বসবাস করতেন তিনি। তবে নিহতের স্বজনের দাবি, ভবনের ছাদ থেকে ফেলে খুন করা হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার নগরীর খুলশী লালখান বাজারের চানমারি রোডে।
নিহত গৃহবধূ নগরীর নন্দনকানন এলাকার ইকবাল উদ্দিনের মেয়ে। তাঁর স্বামী নাম মো. আকরাম খান, তিনি কুমিল্লার একটি পোশাক কারখানায় চাকরি করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আরশি’ নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম রিপোর্টের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
হত্যা প্রসঙ্গে ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, ‘এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না। পোস্টমর্টেম রিপোর্ট পেলে ওনার মৃত্যুর কারণ জানা যাবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হলে সে ক্ষেত্রে আমরা অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’ নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে প্রেমের সম্পর্কে আকরাম খানের সঙ্গে বিয়ে হয় আরশির। তবে দুজনেই আগে বিবাহিত ছিলেন-যা কেউই জানত না।
সম্প্রতি আকরাম খানের আগের বিয়ের বিষয়ে জানতে পারেন আরশি। এরপরই তাঁদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং আরশি নগরীর নন্দনকানন এলাকায় তার বাবা বাড়ি চলে যান। গত ৭ ফেব্রুয়ারি আরশিকে ডিভোর্সের চিঠি পাঠান আকরাম খান।
সবশেষ গতকাল (বৃহস্পতিবার) বিষয়টি সমাধানে উভয় পরিবারের মধ্যে বৈঠক হয়। এতে কোনো সমাধান না হলে সেখান থেকে আরশি চলে যান লালখান বাজার চানমারি রোডে আকরামের বাড়িতে। পরে ওই ভবনের নিচে আরশির রক্তাক্ত লাশ পাওয়া যায়।
আরশির বাবা ইকবাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়েকে খুন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে আকরাম ও তাঁর প্রথম স্ত্রী এসে আমাকে হুমকি দিয়ে গেছে। আর এর পরেই আমার মেয়েকে ওরা খুন করেছে ভবন থেকে ফেলে দিয়ে।’
চট্টগ্রামে ছাদ থেকে পড়ে তাহমিনা ইকবাল আরশি (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ভবনের ৫ম তলার ভাড়া বাসায় স্বামী–শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বসবাস করতেন তিনি। তবে নিহতের স্বজনের দাবি, ভবনের ছাদ থেকে ফেলে খুন করা হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার নগরীর খুলশী লালখান বাজারের চানমারি রোডে।
নিহত গৃহবধূ নগরীর নন্দনকানন এলাকার ইকবাল উদ্দিনের মেয়ে। তাঁর স্বামী নাম মো. আকরাম খান, তিনি কুমিল্লার একটি পোশাক কারখানায় চাকরি করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আরশি’ নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম রিপোর্টের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
হত্যা প্রসঙ্গে ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, ‘এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না। পোস্টমর্টেম রিপোর্ট পেলে ওনার মৃত্যুর কারণ জানা যাবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হলে সে ক্ষেত্রে আমরা অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’ নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে প্রেমের সম্পর্কে আকরাম খানের সঙ্গে বিয়ে হয় আরশির। তবে দুজনেই আগে বিবাহিত ছিলেন-যা কেউই জানত না।
সম্প্রতি আকরাম খানের আগের বিয়ের বিষয়ে জানতে পারেন আরশি। এরপরই তাঁদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং আরশি নগরীর নন্দনকানন এলাকায় তার বাবা বাড়ি চলে যান। গত ৭ ফেব্রুয়ারি আরশিকে ডিভোর্সের চিঠি পাঠান আকরাম খান।
সবশেষ গতকাল (বৃহস্পতিবার) বিষয়টি সমাধানে উভয় পরিবারের মধ্যে বৈঠক হয়। এতে কোনো সমাধান না হলে সেখান থেকে আরশি চলে যান লালখান বাজার চানমারি রোডে আকরামের বাড়িতে। পরে ওই ভবনের নিচে আরশির রক্তাক্ত লাশ পাওয়া যায়।
আরশির বাবা ইকবাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়েকে খুন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে আকরাম ও তাঁর প্রথম স্ত্রী এসে আমাকে হুমকি দিয়ে গেছে। আর এর পরেই আমার মেয়েকে ওরা খুন করেছে ভবন থেকে ফেলে দিয়ে।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৫ ঘণ্টা আগে