নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) পরিচালিত ‘এমটি বাংলার সৌরভ’ নামে একটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর পাওয়া গেছে। আজ শনিবার রাত পৌনে ১টার দিকে বঙ্গোপসাগরের পতেঙ্গায় নোঙর করা অবস্থায় জাহাজটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
এর আগে, গত সোমবার একই প্রতিষ্ঠানের ‘এমটি বাংলার জ্যোতিতে’ বিস্ফোরণের পর তিনজন মারা যান। বাংলার সৌরভের নাবিক-ক্রুদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি।
বাংলার সৌরভে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের বার্তাকক্ষের অপারেটর নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘আমাদের কাছে ৯৯৯ থেকে একটি সংবাদ আসে বঙ্গোপসাগরে বাংলার সৌরভ নামের একটি জাহাজে আগুন জ্বলছে। আমি নৌবাহিনীর সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে জ্বলছে। আমরা কর্ণফুলী ও ইপিজেড ফায়ার সার্ভিসকে যেতে বলেছি। আমরা ১২টা ৫০ মিনিটের দিকে সংবাদটি পাই।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে। অনেকে এটিকে বাংলার জ্যোতিতে যেভাবে আগুন লেগেছিল সেটির সঙ্গে তুলনা করছেন।
বাংলাদেশ মার্চেন্ট মেরিনার্স অ্যাসোসিয়েশনের একাধিক সূত্র জানায়, একটি জাহাজের আয়ুষ্কাল ২০ থেকে ২৫ বছর। এরপর তা আন্তর্জাতিক রুটে চলাচল করতে পারে না। কিন্তু এমটি বাংলার জ্যোতি ও এমটি বাংলার সৌরভ নামের ট্যাংকার দুটি ১৯৮৭ সালে নির্মিত হয়েছিল ডেনমার্কে। ট্যাংকার দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় ট্যাংকার থেকে অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে পতেঙ্গার বিভিন্ন ডিপোতে নিয়ে আসার কাজে ব্যবহৃত হতো।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) পরিচালিত ‘এমটি বাংলার সৌরভ’ নামে একটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর পাওয়া গেছে। আজ শনিবার রাত পৌনে ১টার দিকে বঙ্গোপসাগরের পতেঙ্গায় নোঙর করা অবস্থায় জাহাজটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
এর আগে, গত সোমবার একই প্রতিষ্ঠানের ‘এমটি বাংলার জ্যোতিতে’ বিস্ফোরণের পর তিনজন মারা যান। বাংলার সৌরভের নাবিক-ক্রুদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি।
বাংলার সৌরভে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের বার্তাকক্ষের অপারেটর নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘আমাদের কাছে ৯৯৯ থেকে একটি সংবাদ আসে বঙ্গোপসাগরে বাংলার সৌরভ নামের একটি জাহাজে আগুন জ্বলছে। আমি নৌবাহিনীর সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে জ্বলছে। আমরা কর্ণফুলী ও ইপিজেড ফায়ার সার্ভিসকে যেতে বলেছি। আমরা ১২টা ৫০ মিনিটের দিকে সংবাদটি পাই।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে। অনেকে এটিকে বাংলার জ্যোতিতে যেভাবে আগুন লেগেছিল সেটির সঙ্গে তুলনা করছেন।
বাংলাদেশ মার্চেন্ট মেরিনার্স অ্যাসোসিয়েশনের একাধিক সূত্র জানায়, একটি জাহাজের আয়ুষ্কাল ২০ থেকে ২৫ বছর। এরপর তা আন্তর্জাতিক রুটে চলাচল করতে পারে না। কিন্তু এমটি বাংলার জ্যোতি ও এমটি বাংলার সৌরভ নামের ট্যাংকার দুটি ১৯৮৭ সালে নির্মিত হয়েছিল ডেনমার্কে। ট্যাংকার দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় ট্যাংকার থেকে অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে পতেঙ্গার বিভিন্ন ডিপোতে নিয়ে আসার কাজে ব্যবহৃত হতো।
গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে ডাকাতি করা হয়েছে। এ সময় লুট করা হয়েছে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কালিয়াদহ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে এ ডাকাতি করা হয়।
১ মিনিট আগেবাসায় উপস্থিত সবার জন্যই আপ্যায়নের চেষ্টা করেছেন আইভী। তিনি নিজের হাতে সবাইকে আপ্যায়নের চেষ্টা করেন। বিস্কুট, কলা, লালমোহন মিষ্টি দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ কর্মকর্তারা এসব খাননি। তাঁরা বলেছেন, ‘অভিযানে এসে খাবার গ্রহণ করাটা ঠিক হবে না।’ তাঁরা কেউই এসব খাবার গ্রহণ করেননি।
৪ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কেশবপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুর ১২টায় তাঁদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়। তাঁদের জয়পুরহাট থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
১৩ মিনিট আগেদেশে প্রথমবারের মতো শুরু হওয়া যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের অনলাইন প্রশ্নব্যাংক কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
২৩ মিনিট আগে