কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে ঘূর্ণিঝড় মোখার কবলে পড়ে তিন লবণ-শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে পৃথক স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে আরেকজন মারা যান।
মৃত তিনজন হলেন উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীপাড়া গ্রামের আবুল ফজলের ছেলে মোহাম্মদ রিদোয়ান (৩৫), পানিরছড়া গ্রামের আকতার কবিরের ছেলে মোহাম্মদ নেছার (৩২) এবং একই এলাকার মতিনের ছেলে মো. আনছার (৪০)।
স্থানীয় হোয়ানক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী তিন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সকালে পলিথিন ও লবণ ওঠানোর জন্য ৪০-৫০ জন শ্রমিক মাঠে যায়। এর মধ্যে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। তাতে ঠান্ডায় ৬-৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
তাঁদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে রিদওয়ানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
ইউপি চেয়ারম্যান মীর কাশেম আরও জানান, লবণ মাঠে পলিথিন ওঠাতে গিয়ে নিখোঁজ নেছারকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে পানিতে ভাসমান অবস্থায় এবং সাড়ে ১১টার দিকে মো. আনছারের লাশ উদ্ধার করা হয়। এ সময় সোনা মিয়া নামের আরেক শ্রমিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘লবণ মাঠে কাজ করতে গিয়ে তিনজনের মৃত্যু ও কয়েকজন অসুস্থ হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
কক্সবাজারের মহেশখালীতে ঘূর্ণিঝড় মোখার কবলে পড়ে তিন লবণ-শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে পৃথক স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে আরেকজন মারা যান।
মৃত তিনজন হলেন উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীপাড়া গ্রামের আবুল ফজলের ছেলে মোহাম্মদ রিদোয়ান (৩৫), পানিরছড়া গ্রামের আকতার কবিরের ছেলে মোহাম্মদ নেছার (৩২) এবং একই এলাকার মতিনের ছেলে মো. আনছার (৪০)।
স্থানীয় হোয়ানক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী তিন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সকালে পলিথিন ও লবণ ওঠানোর জন্য ৪০-৫০ জন শ্রমিক মাঠে যায়। এর মধ্যে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। তাতে ঠান্ডায় ৬-৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
তাঁদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে রিদওয়ানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
ইউপি চেয়ারম্যান মীর কাশেম আরও জানান, লবণ মাঠে পলিথিন ওঠাতে গিয়ে নিখোঁজ নেছারকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে পানিতে ভাসমান অবস্থায় এবং সাড়ে ১১টার দিকে মো. আনছারের লাশ উদ্ধার করা হয়। এ সময় সোনা মিয়া নামের আরেক শ্রমিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘লবণ মাঠে কাজ করতে গিয়ে তিনজনের মৃত্যু ও কয়েকজন অসুস্থ হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
৯ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১৪ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
২৯ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে