চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় বাগানের গাছ কাটা ও আগুন দেওয়ার ঘটনায় করা মামলা প্রত্যাহার না করায় এক সাংবাদিকসহ তাঁর পরিবারকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে সাংবাদিক এম জাহেদুল ইসলাম চৌধুরী চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জাহেদুল ইসলাম চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এবং চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণের চকরিয়া-পেকুয়ার নিজস্ব প্রতিনিধি।
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ জানুয়ারি রাতে জাহেদুল ইসলামের সামাজিক বনায়নের বাগানে গাছ কেটে লুট ও আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় আমির হোছনের নেতৃত্বে একদল সন্ত্রাসী। ওই দিন সকালে চকরিয়া থানা-পুলিশ ও স্থানীয়রা গিয়ে আগুন নেভানোর ব্যবস্থান করেন। এরপর সভাপতি জাহেদের পরিবারের ওপর কয়েকবার হামলার চেষ্টা চালানো হয়। এ ঘটনার দুই দিন পর ২৪ জানুয়ারি ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন তিনি।
জাহেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘৫ ফেব্রুয়ারি চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলার এজাহারের আটজন আসামি জামিন নেয়। কয়েক দিন আগে মামলা প্রত্যাহার না করলে ওই বাগান দখল করবে বলে। বাগানে গেলে বাগানেই কবরস্থান করে আমাকেসহ পুরো পরিবারকে হত্যা করে গুম করে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। আমি পরিবারে নিরাপত্তা চাই।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজারের চকরিয়ায় বাগানের গাছ কাটা ও আগুন দেওয়ার ঘটনায় করা মামলা প্রত্যাহার না করায় এক সাংবাদিকসহ তাঁর পরিবারকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে সাংবাদিক এম জাহেদুল ইসলাম চৌধুরী চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জাহেদুল ইসলাম চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এবং চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণের চকরিয়া-পেকুয়ার নিজস্ব প্রতিনিধি।
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ জানুয়ারি রাতে জাহেদুল ইসলামের সামাজিক বনায়নের বাগানে গাছ কেটে লুট ও আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় আমির হোছনের নেতৃত্বে একদল সন্ত্রাসী। ওই দিন সকালে চকরিয়া থানা-পুলিশ ও স্থানীয়রা গিয়ে আগুন নেভানোর ব্যবস্থান করেন। এরপর সভাপতি জাহেদের পরিবারের ওপর কয়েকবার হামলার চেষ্টা চালানো হয়। এ ঘটনার দুই দিন পর ২৪ জানুয়ারি ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন তিনি।
জাহেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘৫ ফেব্রুয়ারি চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলার এজাহারের আটজন আসামি জামিন নেয়। কয়েক দিন আগে মামলা প্রত্যাহার না করলে ওই বাগান দখল করবে বলে। বাগানে গেলে বাগানেই কবরস্থান করে আমাকেসহ পুরো পরিবারকে হত্যা করে গুম করে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। আমি পরিবারে নিরাপত্তা চাই।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই।’ আজ সোমবার ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন।
৪ মিনিট আগেফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কুদ্দুস মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
২৭ মিনিট আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম আলাউদ্দিন শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
৩১ মিনিট আগেগাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। আজ সোমবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ..
৩৮ মিনিট আগে