Ajker Patrika

অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের কারণে গ্রেপ্তার ২ 

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৫: ৪৯
অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের কারণে গ্রেপ্তার ২ 

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পৌর এলাকায় বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভেতরে গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব। আজ বুধবার র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি জানান। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামের অলিউর রহমানের ছেলে মো. সুমন ফরাজি (২৫) এবং একই থানার তুলাসার গ্রামের ইয়াকুব মৃধার ছেলে মো. ইবনে সাইদী জুবায়েদ হোসেন (২১)। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড পূর্ব দোয়ারা কোদালিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভেতরে গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। 

র‍্যাবের মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, এই চক্র সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানি সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভেতরে সিলিন্ডার স্থাপন করে মিটার ছাড়া মূল গ্যাসলাইন থেকে গ্যাস মজুত করে তা অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে। এ ছাড়া যেসব এলাকায় গ্যাসের সংযোগ নেই, সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়া মূল্যে বিক্রি করে। তা ছাড়া এই চক্র সিএনজি গ্যাস সংগ্রহ করে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে প্রতি ঘনফুট প্রচলিত বাজারমূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। সিএনজি স্টেশনে সরকার কর্তৃক নির্ধারিত টাকার পরিবর্তে চোরাই পথে চড়া দামে বিক্রি করে। এভাবে অবৈধভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং এর পাশাপাশি মিটার ছাড়া এই গ্যাস বিক্রির ফলে সরকার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত