Ajker Patrika

বাসায় গিয়ে টিকা প্রদান, দায় নিচ্ছেন না কেউই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বাসায় গিয়ে টিকা প্রদান, দায় নিচ্ছেন না কেউই

চট্টগ্রামের ঘরে গিয়ে যুবককে টিকা দেওয়ার ঘটনায় সিটি করপোরেশনের কেউ জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছেন জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। তিনি জানান, নগরীর ভেতরে টিকাদান কার্যক্রমের দায়িত্বে আছে সিটি করপোরেশন। আর জেলা সিভিল সার্জন অফিস দেখছে উপজেলাগুলো। ফলে সিটি করপোরেশনের লোকেরাই এমন কাণ্ড ঘটাতে পারে। আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে এমন অভিযোগ করেন এই সিভিল সার্জন।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, নগরের ভেতরে তো আমাদের কেউ টিকা দেয় না। যেহেতু এখানে টিকাও তাদের কাছে, সরঞ্জামও তাদের কাছে, সেহেতু তাদেরই কেউ এই কাজ করে থাকতে পারে। তারপরও যদি আমার অফিসের কেউ জড়িত থাকে বা তার প্রমাণ মিলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব।

এর আগে বাসার ভেতরে টিকা গ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে খুলশী থানা-পুলিশের হাতে আটক হন মো. হাসান নামের এক যুবক। গত রোববার মধ্যরাতে নগরের খুলশী থানার জাকির হোসেন রোডের বাই লেইনের বাসা থেকে তাঁকে আটক করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কেউ এভাবে ঘরে গিয়ে টিকা দেওয়ার বিষয়ে জড়িত কিনা জানতে চাইলে সংস্থাটির স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারি বলেন, আমাদের টিকাদান কার্যক্রমে অনেক স্বেচ্ছাসেবক, অনেক তৃতীয় পক্ষকে যুক্ত করতে হয়েছে। উপজেলাগুলো বা বিভিন্ন বাহিনীতেও চলছে টিকাদান। আসলে এ কাজটি কোথা থেকে কে এসে করেছে সেটি নির্দিষ্ট করে কীভাবে বলব। 

এ ব্যাপারে কোনো তদন্ত কমিটি করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন টিকা নিয়ে বড় একটি কর্মযজ্ঞ চালাচ্ছি। আমরা ৩৫ লাখ মানুষকে টিকা দিয়েছি। এর মধ্যে কারা ঘরে গিয়ে টিকা দিল নাকি পানি পুস করে ফেসবুকে ছবি দিল সেটি নিয়ে কি তদন্ত কমিটি করব। 

এ বিষয়ে জানতে চাইলে চসিকের সচিব খালেদ মাহমুদ বলেন, বিষয়টি আমরা দেখছি। তবে কোনো সিদ্ধান্ত এখনো নিইনি। যেই জড়িত থাকুক আমরা ব্যবস্থা নিব। 

খুলশী থানার পুলিশ জানায়, ঘরে বসে যুবকের টিকা নেওয়ার পোস্টটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি তাদের নজরে আসে। পরে হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়। সে জানিয়েছে তার ব্যাংকার বন্ধুর মাধ্যমে এ টিকা সংগ্রহ করেছেন। তাঁর কাছ থেকে কিছু তথ্য পেয়েছি। 

খুলশী থানার ওসি (তদন্ত) আফতাব হোসেন বলেন, ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তার অনেক জ্বর। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যারা টিকা দিয়ে গেছে তাদের ধরতে পুলিশ কাজ করছে। 

এর আগে গত শনিবার 'এমডি হাসান' নামের নিজ ফেসবুক হ্যান্ডেলে টিকা গ্রহণের ছবি পোস্ট করে হাসান লেখেন ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য। আলহামদুলিল্লাহ মর্ডানার ১ম ডোজ সম্পন্ন।’ 

বিষয়টি গোয়েন্দা সংস্থা, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের নজরে আসলে রোববার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় হাসানকে। যদিও হাসান নিজেই রোববার তার আইডি থেকে সেই পোস্ট সরিয়ে নেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত