Ajker Patrika

নিখোঁজের ৩ দিন পর যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
নিখোঁজের ৩ দিন পর যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশে নিখোঁজের তিন দিন পর মো. আরিফুল ইসলাম (৪০) নামে এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়া সালেহ আহমদ সওদাগরের পুকুর পাড়ের ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরিফুল ইসলাম উপজেলার পূর্ব ছৈয়দাবাদের ২ নম্বর ওয়ার্ডের উত্তর হাশিমপুর এলাকার মো. ইয়াকুব আলীর  ছেলে। তিনি পেশায় একজন পিকআপচালক। 

নিহতের পরিবার বলছে, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় শামসুল আলম চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া মো. আব্দুল আজিজের (২৮) কাছ থেকে পাওনা টাকা নিতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আরিফুল। পরে এ ঘটনায় তাঁর ছোট ভাই মো. হামিদ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত