ফেনী প্রতিনিধি
ফেনীতে আলোচিত ইয়াবা উদ্ধার মামলায় পাঁচ পুলিশ সদস্যসহ ১৩ জনের কারাদণ্ড দিয়েছেন আদালত। ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় দেন।
রায়ে প্রধান আসামি সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহফুজুর রহমানসহ ছয়জনকে ১৫ বছর সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা, ছয়জনকে ১০ বছর সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা এবং একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানার রায় দেন আদালত।
ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি দ্বিজেন্দ্র কুমার কংস বণিক জানান, ৬ লাখ ৮০ হাজারটি ইয়াবা উদ্ধার মামলার রায়ে এএসআই মাহফুজুর, উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বেলাল, এসআই মো. আশিকুর রহমান আশিক, সালেহ আহমদ, ফরিদুল আলম ফরিদ কোম্পানী, মো. জাফর কোম্পানীকে ১৫ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে অ্যাডভোকেট জাকির হোসেন, তোফাজ্জল হোসেন, কনস্টেবল মো. শাহীন এস বি শাহীন, মো. আব্দুল মোতালেব মুহুরি, কনস্টেবল কাশেম আলী কাশেম, গিয়াস উদ্দিন গেসুর ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মো. জাবেদ আলীকে পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার সময় আদালতে আটজন আসামি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন পলাতক রয়েছেন। পলাতক আসামিরা হলেন আবুল কাশেম ওরফে কাশেম পুলিশ, আব্দুল মোতালেব মুহুরি, বিল্লাল হোসেন বেলাল, আশিকুর রহমান আশিক ও জাফর কোম্পানী।
আসামি পক্ষের আইনজীবী জাহিদ হোসেন কমল বলেন, ‘আমরা এ রায়ে সন্তুষ্ট নই। রায়ের বিষয়ে উচ্চ আদালতে আপিল করব। আশা করছি, আমরা ন্যায়বিচার পাব।’
ফেনীতে আলোচিত ইয়াবা উদ্ধার মামলায় পাঁচ পুলিশ সদস্যসহ ১৩ জনের কারাদণ্ড দিয়েছেন আদালত। ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় দেন।
রায়ে প্রধান আসামি সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহফুজুর রহমানসহ ছয়জনকে ১৫ বছর সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা, ছয়জনকে ১০ বছর সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা এবং একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানার রায় দেন আদালত।
ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি দ্বিজেন্দ্র কুমার কংস বণিক জানান, ৬ লাখ ৮০ হাজারটি ইয়াবা উদ্ধার মামলার রায়ে এএসআই মাহফুজুর, উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বেলাল, এসআই মো. আশিকুর রহমান আশিক, সালেহ আহমদ, ফরিদুল আলম ফরিদ কোম্পানী, মো. জাফর কোম্পানীকে ১৫ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে অ্যাডভোকেট জাকির হোসেন, তোফাজ্জল হোসেন, কনস্টেবল মো. শাহীন এস বি শাহীন, মো. আব্দুল মোতালেব মুহুরি, কনস্টেবল কাশেম আলী কাশেম, গিয়াস উদ্দিন গেসুর ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মো. জাবেদ আলীকে পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার সময় আদালতে আটজন আসামি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন পলাতক রয়েছেন। পলাতক আসামিরা হলেন আবুল কাশেম ওরফে কাশেম পুলিশ, আব্দুল মোতালেব মুহুরি, বিল্লাল হোসেন বেলাল, আশিকুর রহমান আশিক ও জাফর কোম্পানী।
আসামি পক্ষের আইনজীবী জাহিদ হোসেন কমল বলেন, ‘আমরা এ রায়ে সন্তুষ্ট নই। রায়ের বিষয়ে উচ্চ আদালতে আপিল করব। আশা করছি, আমরা ন্যায়বিচার পাব।’
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে পাঁচ লাখ টাকা মূল্যের ৩১০ মিটার বৈদ্যুতিক তার চুরির পর এবার বেশ কিছু রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে। তবে কতগুলো লাইট চুরি হয়েছে, তা নির্দিষ্ট করে কেউ বলতে পারেনি।
১ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ধরে আনন্দবাজার, কীর্তনখোলা নদীর পাড়, নবনির্মিত নভোথিয়েটার ভবনসহ আশপাশের এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা মঞ্জুকে খুঁজে বেড়ালেও তাঁকে পাওয়া যায়নি। রাত দেড়টার দিকে মঞ্জুর মোটরসাইকেলটি ব্রিজে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা।
৫ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন টঙ্গী বাজারের ব্যবসায়ীরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় তাঁরা এ মানববন্ধন করেন। এ সময় বিআরটি প্রকল্পের উড়ালসেতুর টঙ্গী বাজার অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, সাতজন যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে খুলনা নগরীর গল্লামারীর উদ্দেশে যাত্রা করছিল একটি ইজিবাইক। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
১ ঘণ্টা আগে