Ajker Patrika

বান্দরবানের ৬ ব্যবসায়ী পেলেন সেরা করদাতার সম্মাননা 

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১: ০৫
বান্দরবানের ৬ ব্যবসায়ী পেলেন সেরা করদাতার সম্মাননা 

বান্দরবান পার্বত্য জেলার ছয়জন ব্যবসায়ী ২০২১-২২ করবর্ষের সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। গতকাল দুপুরে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম। 

সেরা করদাতা হলেন বান্দরবানের পরিবহন ও ঠিকাদার ব্যবসায়ী কাজল কান্তি দাশ, ঠিকাদার ব্যবসায়ী মো. নুরুল আবছার, মোহাম্মদ আলী, রাজু বড়ুয়া, হুরে জান্নাত হুরাইন ও সায়েদ মো. জুয়েল। 

জানা গেছে, গতকাল চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ৪২ জন সেরা করদাতাকেও এই সম্মাননা প্রদান করা হয়েছে। 

সহকারী কর কমিশনার আমিরুল ইসলাম ও তাসনিম আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানের আহ্বায়ক ও কর অঞ্চল-১-এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহাবুবুল আলম, কর কমিশনার (অঞ্চল-৪) এম এম ফজলুল হক, কর কমিশনার এ কে এম হাসানুজ্জামান, কর আপিল কমিশনার মঞ্জু মান আরা বেগম, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, কর কমিশনার (অঞ্চল-৩) মো. মাহমুদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত