বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার ছয়জন ব্যবসায়ী ২০২১-২২ করবর্ষের সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। গতকাল দুপুরে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম।
সেরা করদাতা হলেন বান্দরবানের পরিবহন ও ঠিকাদার ব্যবসায়ী কাজল কান্তি দাশ, ঠিকাদার ব্যবসায়ী মো. নুরুল আবছার, মোহাম্মদ আলী, রাজু বড়ুয়া, হুরে জান্নাত হুরাইন ও সায়েদ মো. জুয়েল।
জানা গেছে, গতকাল চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ৪২ জন সেরা করদাতাকেও এই সম্মাননা প্রদান করা হয়েছে।
সহকারী কর কমিশনার আমিরুল ইসলাম ও তাসনিম আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানের আহ্বায়ক ও কর অঞ্চল-১-এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহাবুবুল আলম, কর কমিশনার (অঞ্চল-৪) এম এম ফজলুল হক, কর কমিশনার এ কে এম হাসানুজ্জামান, কর আপিল কমিশনার মঞ্জু মান আরা বেগম, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, কর কমিশনার (অঞ্চল-৩) মো. মাহমুদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
বান্দরবান পার্বত্য জেলার ছয়জন ব্যবসায়ী ২০২১-২২ করবর্ষের সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। গতকাল দুপুরে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম।
সেরা করদাতা হলেন বান্দরবানের পরিবহন ও ঠিকাদার ব্যবসায়ী কাজল কান্তি দাশ, ঠিকাদার ব্যবসায়ী মো. নুরুল আবছার, মোহাম্মদ আলী, রাজু বড়ুয়া, হুরে জান্নাত হুরাইন ও সায়েদ মো. জুয়েল।
জানা গেছে, গতকাল চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ৪২ জন সেরা করদাতাকেও এই সম্মাননা প্রদান করা হয়েছে।
সহকারী কর কমিশনার আমিরুল ইসলাম ও তাসনিম আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানের আহ্বায়ক ও কর অঞ্চল-১-এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহাবুবুল আলম, কর কমিশনার (অঞ্চল-৪) এম এম ফজলুল হক, কর কমিশনার এ কে এম হাসানুজ্জামান, কর আপিল কমিশনার মঞ্জু মান আরা বেগম, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, কর কমিশনার (অঞ্চল-৩) মো. মাহমুদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার হয়েছেন স্বেচ্ছাসেবী আহসানুল্লাহ মুনিম। উপজেলা সিপিপি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
১৪ মিনিট আগেবরিশাল নগরীতে জমি দখল করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েছেন বিএনপির কয়েক নেতা। একপর্যায়ে জনতার ধাওয়ায় তারা দৌড়ে ঘটনাস্থল ছাড়েন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরের ২৮ নম্বর ওয়ার্ডের মহানগর কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে জমির মালিকের ছেলে মেহেদি হাসান বিমানবন্দর থানায় অভিযোগ দিয়েছেন।
১৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় বেড়েছে হত্যার ঘটনা। গত বছরে সীমান্তবর্তী তিনটি উপজেলায় ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গুলি ও নির্যাতনে অন্তত সাতজন বাংলাদেশি হতাহত হয়েছেন। একই সময় একজন ভারতীয় নাগরিকও আহত হয়েছেন।
২১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে শত বিতর্কের মধ্যেও খেলার মাঠে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল
৩৪ মিনিট আগে