মিল্টন চাকমা, মহালছড়ি (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মহালছড়ির নুও পাড়ার বাসিন্দাদের পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের মাধ্যম ভরসা এই সাঁকো। চলাচলের বিকল্প রাস্তাও নেই। ফলে স্বেচ্ছাশ্রমে নির্মিত সাঁকোটি বছর বছর মেরামত করে চলাচলের উপযোগী করে রাখে গ্রামবাসী।
সরেজমিনে দেখা যায়, বাবুপাড়া গ্রামের পাশের নুও পাড়াতে চাকমা ও মারমা সম্প্রদায়ের ৭০টি পরিবারের প্রায় ৩০০ লোকের বাস।
নুও পাড়া প্রায় ৯০ ভাগ মানুষ কৃষি নির্ভর। চলাচলের সুব্যবস্থা না থাকায় কৃষি পণ্য বাজারে নিতে ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। এ ছাড়াও পাড়ার স্কুল-কলেজ ছেলেমেয়ে, প্রসূতি ও রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীদের।
পাড়াবাসীরা জানান, ২০১৫ সালের দিকে গ্রামের সড়কে একটি কালভার্ট নির্মাণ করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কালভার্টটি মাত্র কয়েক ফুট দূরত্ব কমায়। ফলে এটি তেমন কাজে আসেনি গ্রামবাসীর। শুরু থেকেই সাঁকো দিয়ে আরও পার হতে হয় প্রায় ৩০০ ফুট। বছর বছর সাঁকোর বাঁশ বদলে চললেও বদলায় না অবস্থা।
ভুক্তভোগী মংসিনু মারমা ও উগ্যজাই মারমা বলেন, দীর্ঘদিন যাবৎ সমস্যার কথা কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি। দ্রুত মাটি ভরাট করে রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি তাদের।
সমস্যার কথা স্বীকার করে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দোঅংপ্রু মারমা বলেন, জমির ওপর দিয়ে মাটি ভরাট করে রাস্তা সংস্কার করতে হবে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষের ওপরই নির্ভর করছে কখন সমাধান হবে।
উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, রাস্তাটি সংস্কারের জন্য জেলা পরিষদে একটি প্রকল্প আবেদন করা হয়েছে। আশা করি প্রকল্পটি দ্রুত অনুমোদন হবে।
খাগড়াছড়ির মহালছড়ির নুও পাড়ার বাসিন্দাদের পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের মাধ্যম ভরসা এই সাঁকো। চলাচলের বিকল্প রাস্তাও নেই। ফলে স্বেচ্ছাশ্রমে নির্মিত সাঁকোটি বছর বছর মেরামত করে চলাচলের উপযোগী করে রাখে গ্রামবাসী।
সরেজমিনে দেখা যায়, বাবুপাড়া গ্রামের পাশের নুও পাড়াতে চাকমা ও মারমা সম্প্রদায়ের ৭০টি পরিবারের প্রায় ৩০০ লোকের বাস।
নুও পাড়া প্রায় ৯০ ভাগ মানুষ কৃষি নির্ভর। চলাচলের সুব্যবস্থা না থাকায় কৃষি পণ্য বাজারে নিতে ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। এ ছাড়াও পাড়ার স্কুল-কলেজ ছেলেমেয়ে, প্রসূতি ও রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীদের।
পাড়াবাসীরা জানান, ২০১৫ সালের দিকে গ্রামের সড়কে একটি কালভার্ট নির্মাণ করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কালভার্টটি মাত্র কয়েক ফুট দূরত্ব কমায়। ফলে এটি তেমন কাজে আসেনি গ্রামবাসীর। শুরু থেকেই সাঁকো দিয়ে আরও পার হতে হয় প্রায় ৩০০ ফুট। বছর বছর সাঁকোর বাঁশ বদলে চললেও বদলায় না অবস্থা।
ভুক্তভোগী মংসিনু মারমা ও উগ্যজাই মারমা বলেন, দীর্ঘদিন যাবৎ সমস্যার কথা কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি। দ্রুত মাটি ভরাট করে রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি তাদের।
সমস্যার কথা স্বীকার করে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দোঅংপ্রু মারমা বলেন, জমির ওপর দিয়ে মাটি ভরাট করে রাস্তা সংস্কার করতে হবে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষের ওপরই নির্ভর করছে কখন সমাধান হবে।
উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, রাস্তাটি সংস্কারের জন্য জেলা পরিষদে একটি প্রকল্প আবেদন করা হয়েছে। আশা করি প্রকল্পটি দ্রুত অনুমোদন হবে।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৫ ঘণ্টা আগে