Ajker Patrika

ফটিকছড়িতে আনসার ও নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১৩: ৫৭
ফটিকছড়িতে আনসার ও নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আনসার ভিডিপির কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ও সদ্য বিদায়ী নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক গৃহকর্মী। গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়ন আনসার সদস্য ইয়াকুব আলী ও আরেক গৃহকর্মী শিখা শীল। 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ও সদ্য বিদায়ী নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় সহায়তা করার সংশ্লিষ্টতা পাওয়ায় ইয়াকুব নামে এক আনসার সদস্য এবং শিখা শীল নামে এক গৃহপরিচারিকাকে আসামি করা হয়েছে।’ 

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের দক্ষিণ পাশের একটি ভবনে ব্যাচেলর হিসেবে বসবাস করতেন নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর ও আনসার ভিডিপি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। তাঁদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন ভুক্তভোগী ওই নারী। গত ২৭ মার্চ রাতে কাজ আছে বলে শিখা নামের আরেক গৃহকর্মীর মাধ্যমে তাঁকে (ভুক্তভোগী) বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন দুই কর্মকর্তা। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তাঁরা। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে ওই নারী প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দেন। বিষয়টি ইউএনওর ক্ষমতাবহির্ভূত হওয়ায় তিনি আইনিভাবে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। পরে ভুক্তভোগী থানায় মামলা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রাহমান বলেন, ‘আমার কাছে ওই নারী অভিযোগ নিয়ে এসেছিলেন। বিষয়টি সেনসিটিভ হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে পরামর্শ দিয়েছি।’ 

অভিযুক্ত আনসার ভিডিপি কর্মকর্তা সাঈদুল ইসলাম বলেন, ‘এটি ষড়যন্ত্রমূলক মামলা। আমার নামে যে অভিযোগটি করা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। গত বছরের নভেম্বরে ফটিকছড়িতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্রমূলক এ মামলা করেছে।’ 

সদ্য বিদায়ী নির্বাচন কর্মকর্তা ও বর্তমানে রামগড়ে কর্মরত মো. হুমায়ুন কবির বলেন, ‘মহিলাটি খারাপ চরিত্রের। এ মহিলাকে দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি আইনগত ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত