আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র সাত দিনের মাথায় স্বামী মেহেদী হাসানকে (২৭) হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (১৬ মে) দিনগত মধ্যরাতে পৌর শহরের মসজিদপাড়ায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান মৃত জলফু মিয়ার ছেলে। তিনি পৌর শহরের মসজিদপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়ির ভাড়াটিয়া।
এ ঘটনায় পুলিশ স্ত্রী জান্নাত আক্তারকে (১৭) আটক করেছে। মেহেদি হাসানের পৈতৃক বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি প্রায় ২০ বছর ধরে মাকে নিয়ে মসজিদপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মে পারিবারিকভাবে মেহেদি হাসানের সঙ্গে মসজিদপাড়ার আল আমিনের মেয়ে জান্নাত আক্তারের বিয়ে হয়। শুক্রবার রাত ১০টার দিকে মেহেদী হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে নিহতের স্ত্রী বাড়ির মালিককে ডেকে বলেন তাঁর স্বামী অসুস্থ। বাড়ির মালিক ও স্থানীয় লোকজন গিয়ে দেখেন মেহেদী হাসান ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। তাঁকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদী হাসানের মা বকুল বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আট দিন হইছে আমার ছেলেরে বিয়ে করাইছি। বউয়ের অন্য ছেলের সঙ্গে প্রেম ছিল। সে আমার ছেলেকে হত্যা করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।’
নিহতের বড় ভাই আবুল কালাম বলেন, ‘আমার ছোট ভাই একটি ওষুধের দোকানে চাকরি করত। সে খুব শান্ত স্বভাবের ছিল। তার স্ত্রী ছয়টি ঘুমের টেবলেট খাইয়ে অচেতন করে শ্বাসরোধে হত্যা করেছে। শুনেছি, তার অন্য ছেলের সঙ্গে প্রেম আছে।’
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত আক্তার তাঁর স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। আরও জানতে পেরেছি, বিয়ের আগে এক ছেলের সঙ্গে জান্নাত আক্তারের প্রেম ছিল। বিয়ের পর থেকে সে তার স্বামীকে মেনে নিতে পারছিল না। গত রাতে স্বামীকে দিয়ে ঘুমের ট্যাবলেট আনায়। পরে কোকের সাথে ছয়টি ঘুমের টেবলেট খাইয়ে অচেতন করে। পরে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে স্বামীকে হত্যা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র সাত দিনের মাথায় স্বামী মেহেদী হাসানকে (২৭) হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (১৬ মে) দিনগত মধ্যরাতে পৌর শহরের মসজিদপাড়ায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান মৃত জলফু মিয়ার ছেলে। তিনি পৌর শহরের মসজিদপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়ির ভাড়াটিয়া।
এ ঘটনায় পুলিশ স্ত্রী জান্নাত আক্তারকে (১৭) আটক করেছে। মেহেদি হাসানের পৈতৃক বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি প্রায় ২০ বছর ধরে মাকে নিয়ে মসজিদপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মে পারিবারিকভাবে মেহেদি হাসানের সঙ্গে মসজিদপাড়ার আল আমিনের মেয়ে জান্নাত আক্তারের বিয়ে হয়। শুক্রবার রাত ১০টার দিকে মেহেদী হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে নিহতের স্ত্রী বাড়ির মালিককে ডেকে বলেন তাঁর স্বামী অসুস্থ। বাড়ির মালিক ও স্থানীয় লোকজন গিয়ে দেখেন মেহেদী হাসান ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। তাঁকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদী হাসানের মা বকুল বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আট দিন হইছে আমার ছেলেরে বিয়ে করাইছি। বউয়ের অন্য ছেলের সঙ্গে প্রেম ছিল। সে আমার ছেলেকে হত্যা করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।’
নিহতের বড় ভাই আবুল কালাম বলেন, ‘আমার ছোট ভাই একটি ওষুধের দোকানে চাকরি করত। সে খুব শান্ত স্বভাবের ছিল। তার স্ত্রী ছয়টি ঘুমের টেবলেট খাইয়ে অচেতন করে শ্বাসরোধে হত্যা করেছে। শুনেছি, তার অন্য ছেলের সঙ্গে প্রেম আছে।’
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত আক্তার তাঁর স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। আরও জানতে পেরেছি, বিয়ের আগে এক ছেলের সঙ্গে জান্নাত আক্তারের প্রেম ছিল। বিয়ের পর থেকে সে তার স্বামীকে মেনে নিতে পারছিল না। গত রাতে স্বামীকে দিয়ে ঘুমের ট্যাবলেট আনায়। পরে কোকের সাথে ছয়টি ঘুমের টেবলেট খাইয়ে অচেতন করে। পরে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে স্বামীকে হত্যা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।’
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই হ্যাকারের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে বিপুল ইলেকট্রনিক সরঞ্জাম ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এই হ্যাকারদের বিরুদ্ধে এলাকার জন্য বরাদ্দ বয়স্ক, বিধবা ভাতাসহ বিভিন্ন দপ্তরের ভাতা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
৪ মিনিট আগেযোগ্যতা না থাকা সত্ত্বেও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের বিষয়টি প্রমাণিত হয়েছে। অভিযুক্ত শিক্ষক মো. তাজবিউল ইসলামের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।
১১ মিনিট আগেদিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে ট্রেনের নিচে কাটা পড়ে আশরাফুল ইসলাম (৪০) নামে এক যুবকের একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বজ্রপাতে শাহাবুদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত ৯টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী চুড়ইল বিলসংলগ্ন বুড়িতলা এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে