Ajker Patrika

ট্রলারের মাঝিকে এখনো খুঁজে পায়নি পুলিশ

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ট্রলারের মাঝিকে এখনো খুঁজে পায়নি পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে বালুভর্তি বাল্কহেড এর মাঝি ও তাঁর দুই সহযোগী রয়েছেন। এই ঘটনায় ডুবে যাওয়া ট্রলারের মাঝিকে এখনো খুঁজে পায়নি পুলিশ। 

ট্রলারডুবির ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, বাল্কহেড এর মাঝি ও জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি এলাকার আলী আফজালের ছেলে জমির মিয়া (৩৩) একই এলাকার আব্দুল করিমের ছেলে মো. রাসেল (২২) ও কাশের মিয়ার ছেলে খোকন মিয়া (২২), মৃত আশরাফ আলীর ছেলে মো. সোলায়মান (৬৪) ও বিজয়নগরের কালারটেকের মিস্টু মিয়া (৬৭)। 

এই ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান জানান, ট্রলারডুবির ঘটনায় বিজয়নগর থানায় মামলা করা হয়েছে। উপজেলার চম্পকনগরের মৃত আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। 

ওসি আরও জানান, এ ঘটনায় বালুভর্তি বাল্কহেড এর মাঝি ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা গেলেও যাত্রীবাহী ট্রলারের মাঝি বা এর সঙ্গে সংশ্লিষ্ট কারও সন্ধান এখনো পাওয়া যায়নি। মাঝিকে খুঁজে বের করতে এরই মধ্যে আমরা অভিযান চালিয়েছি। এ ছাড়া মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত