Ajker Patrika

লক্ষ্মীপুরে পুলিশের ২ মামলায় সাবেক এমপি কারাগারে, প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৬: ৪২
লক্ষ্মীপুরে পুলিশের ২ মামলায় সাবেক এমপি কারাগারে, প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুরে পুলিশের করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল খায়ের ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে জামিন চাইতে গেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে আবুল খায়ের ভূঁইয়ার জামিন নামঞ্জুর হওয়ায় দলীয় নেতা-কর্মীরা আদালতপাড়ায় বিক্ষোভ করেন। মিছিলটি আদালতপাড়া থেকে বের হয়ে মাদাম এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় দলের নেতা-কর্মীরা তাঁর মুক্তি দাবি করেন।

আবুল খায়ের ভূঁইয়ার আইনজীবী আহাম্মদ ফেরদৌস মানিক এ তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের দুই মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া জামিন নামঞ্জুর করেছেন আদালত। মামলা দুটি রাজনৈতিক, মিথ্যা ও সাজানো। বিএনপি নেতাদের নির্মূল করতেই একের পর এক মিথ্যা ও সাজানো মামলা দেওয়া হচ্ছে।’

গত বছরের ১৮ জুলাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে শহরের গোডাউন রোডে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনের সামনে থেকে পদযাত্রা বের করেন বিএনপির নেতা-কর্মীরা। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ঝুমুর স্টেশনের দিকে যাচ্ছিল। রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তাতে ৫০ জন গুলিবিদ্ধসহ দুই শতাধিক নেতা-কর্মী আহত হয়। পদযাত্রা চলাকালীন কৃষক দলের কর্মী সজীব হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

সাবেক এমপিকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দলের নেতা-কর্মীদের বিক্ষোভপরদিন সদর থানায় পৃথক চারটি মামলা করা হয়। পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। চারটি মামলায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, সাহাবুদ্দিন সাবু, হাসিবুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের প্রায় সাড়ে তিন হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়। মামলায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান জামিনে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত