লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে পুলিশের করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল খায়ের ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে জামিন চাইতে গেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে আবুল খায়ের ভূঁইয়ার জামিন নামঞ্জুর হওয়ায় দলীয় নেতা-কর্মীরা আদালতপাড়ায় বিক্ষোভ করেন। মিছিলটি আদালতপাড়া থেকে বের হয়ে মাদাম এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় দলের নেতা-কর্মীরা তাঁর মুক্তি দাবি করেন।
আবুল খায়ের ভূঁইয়ার আইনজীবী আহাম্মদ ফেরদৌস মানিক এ তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের দুই মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া জামিন নামঞ্জুর করেছেন আদালত। মামলা দুটি রাজনৈতিক, মিথ্যা ও সাজানো। বিএনপি নেতাদের নির্মূল করতেই একের পর এক মিথ্যা ও সাজানো মামলা দেওয়া হচ্ছে।’
গত বছরের ১৮ জুলাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে শহরের গোডাউন রোডে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনের সামনে থেকে পদযাত্রা বের করেন বিএনপির নেতা-কর্মীরা। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ঝুমুর স্টেশনের দিকে যাচ্ছিল। রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তাতে ৫০ জন গুলিবিদ্ধসহ দুই শতাধিক নেতা-কর্মী আহত হয়। পদযাত্রা চলাকালীন কৃষক দলের কর্মী সজীব হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
পরদিন সদর থানায় পৃথক চারটি মামলা করা হয়। পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। চারটি মামলায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, সাহাবুদ্দিন সাবু, হাসিবুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের প্রায় সাড়ে তিন হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়। মামলায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান জামিনে রয়েছেন।
লক্ষ্মীপুরে পুলিশের করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল খায়ের ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে জামিন চাইতে গেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে আবুল খায়ের ভূঁইয়ার জামিন নামঞ্জুর হওয়ায় দলীয় নেতা-কর্মীরা আদালতপাড়ায় বিক্ষোভ করেন। মিছিলটি আদালতপাড়া থেকে বের হয়ে মাদাম এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় দলের নেতা-কর্মীরা তাঁর মুক্তি দাবি করেন।
আবুল খায়ের ভূঁইয়ার আইনজীবী আহাম্মদ ফেরদৌস মানিক এ তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের দুই মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া জামিন নামঞ্জুর করেছেন আদালত। মামলা দুটি রাজনৈতিক, মিথ্যা ও সাজানো। বিএনপি নেতাদের নির্মূল করতেই একের পর এক মিথ্যা ও সাজানো মামলা দেওয়া হচ্ছে।’
গত বছরের ১৮ জুলাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে শহরের গোডাউন রোডে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনের সামনে থেকে পদযাত্রা বের করেন বিএনপির নেতা-কর্মীরা। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ঝুমুর স্টেশনের দিকে যাচ্ছিল। রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তাতে ৫০ জন গুলিবিদ্ধসহ দুই শতাধিক নেতা-কর্মী আহত হয়। পদযাত্রা চলাকালীন কৃষক দলের কর্মী সজীব হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
পরদিন সদর থানায় পৃথক চারটি মামলা করা হয়। পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। চারটি মামলায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, সাহাবুদ্দিন সাবু, হাসিবুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের প্রায় সাড়ে তিন হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়। মামলায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান জামিনে রয়েছেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় তিন মিষ্টির দোকানসহ আট প্রতিষ্ঠান ও এক লরি চালককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মেয়াদোত্তীর্ণ খাবার মজুত, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও সড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ের অভিযোগে এই জরিমানা করা হয়।
১ মিনিট আগেঝিনাইদহ পৌর এলাকায় মাত্র ২০ টাকা পাওয়া পরিশোধ নিয়ে কলহের জেরে ছুরিকাঘাতে আহত মো: মঞ্জুর বিশ্বাস (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১১ মিনিট আগেঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রাণীশংকৈল-হরিপুর সড়কের রাণীশংকৈল পৌরসভা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
১৫ মিনিট আগেঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নেকমরদ এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে