Ajker Patrika

মনোনয়ন পেতে নানা চেষ্টা

বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১১: ৩৪
মনোনয়ন পেতে নানা চেষ্টা

দ্বিতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এতে বান্দরবানের আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী প্রার্থী হওয়ার জন্য নানা চেষ্টা শুরু করেছেন। এদিকে চলতি মাসে বান্দরবানে নিজস্ব বাসভবনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি জেলার সব উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতাদের নিয়ে মতবিনিময় করেন।

এর পরই সম্ভাব্য প্রার্থীরা নানা কার্যক্রম শুরু করেছেন। আবার বর্তমান কয়েকজন চেয়ারম্যানের মধ্যে স্থবির ভাব লক্ষ করা গেছে। তবে এ ব্যাপারে কেউই মুখ খুলছেন না। দ্বিতীয় ধাপে সারা দেশের ৮৪৮টি  ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

প্রার্থী চূড়ান্ত না হলেও বর্তমান চেয়ারম্যানদের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরাও মনোনয়ন পেতে দলীয় নেতাদের দৃষ্টি আকর্ষণে নানা কৌশল নিচ্ছেন। অনেকে ফেসবুকে এলাকাবাসীর দাবির কথা উল্লেখ করে নিজের চেয়ারম্যান প্রার্থিতার কথা জানান দিচ্ছেন। পোস্টার ছাপিয়ে দোয়া চেয়ে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিচ্ছেন অনেকে। উপজেলা পর্যায়ের কেউ কেউ জেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগিয়েছেন জেলা নেতা, বিশেষ করে উশৈসিংয়ের দৃষ্টি আকর্ষণ করে। এ ছাড়া অনেক সম্ভাব্য প্রার্থী এলাকায় নানা সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। কেউ কেউ তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের খোঁজখবর নিচ্ছেন। কেউ কেউ নানা প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে সেখানে অতিথি হচ্ছেন বলেও খবর পাওয়া গেছে।

জেলা পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, বান্দরবানের বিভিন্ন ইউনিয়নে বর্তমানে যাঁরা চেয়ারম্যান আছেন, তাঁরা আগামী নির্বাচনেও প্রার্থী হওয়ার চেষ্টা করছেন। তবে ইতিমধ্যে কিছু চেয়ারম্যান নানা বিতর্কের জন্ম দিয়েছেন। তাই এসব বিতর্কিত চেয়ারম্যানের বিষয়ে জেলার আওয়ামী লীগের রাজনীতির প্রধান ব্যক্তি মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং কঠোর অবস্থান নেবেন বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।  বান্দরবানের পাঁচটি ইউনিয়নেই আওয়ামী লীগ-সমর্থিতরা চেয়ারম্যান আছেন। এবার জেলায় যোগ হয়েছে নতুন ইউনিয়ন জামছড়ি।

আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, সুয়ালক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উক্যনু মারমার প্রধানমন্ত্রীর উপহার ঘর নির্মাণে অনিয়মসহ কিছু কর্মকাণ্ড দলের পছন্দ হয়নি। এ ছাড়া সদরের একটি ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান বয়সের কারণে এবার প্রার্থী না-ও হতে পারেন।  এদিকে নতুন ইউপি জামছড়িতে আগের রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যসিংঅং আওয়ামী লীগের প্রার্থী হতে চাইবেন বলে শোনা যাচ্ছে। এ ব্যাপারে ক্যাসিং অং আজকের পত্রিকাকে বলেন, প্রার্থী হওয়ার ইচ্ছে আছে, দলীয় মনোনয়নও চাইবেন। তবে দলীয় সিদ্ধান্ত যা হয়, সেটা তিনি মেনে নেবেন।

সদর ইউপি চেয়ারম্যান সাবু খয় মারমা আগে বিএনপি করলেও চেয়ারম্যান হওয়ার পর তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন। তবে দলীয় কর্মসূচিতে তেমন অংশ নিচ্ছেন না বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে। লামা উপজেলায় আজিজনগর ইউপির বর্তমান চেয়ারম্যান জসীম উদ্দীন সম্প্রতি কিছু ব্যক্তিগত বিতর্কিত কাজ করে দলকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। ইতিমধ্যে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য একাধিক আওয়ামী লীগ নেতা চেষ্টা করছেন।

নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আলম কাজ করলেও আরেক ছাত্রলীগ নেতা বাহাদুরের প্রার্থিতার কথাও শোনা যাচ্ছে। এ ছাড়া নাইক্ষ্যংছড়ি সদর, ঘুমধুম ইউনিয়নে পরিবর্তন হতে পারে। থানচি উপজেলায় চেয়ারম্যানদের কাজ নিয়ে জেলা আওয়ামী লীগ তুষ্ট নয়—এমনটা ইঙ্গিত পাওয়া গেছে। রুমা, আলীকদম ও রোয়াংছড়ি উপজেলায়ও চেয়ারম্যান পদে কয়েকজন নতুন প্রার্থী হতে পারেন। আওয়ামী লীগের জেলা উপদপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না বলেন, ‘এখনো চেয়ারম্যান পদে প্রার্থিতা বিষয়ে তিনি কিছু জানেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত