নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিশ্বে ২৪টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। পাশের দেশ ভারতেও এরই মধ্যে নতুন ধরনটি শনাক্ত হয়েছে। প্রাথমিকভাবে দ্রুত ওমিক্রন শনাক্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) সংগ্রহ করছে শনাক্তকরণ কিট। এ কিটের মাধ্যমে ৩-৫ ঘণ্টার মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত কি-না, তা বুঝা যাবে।
সিভাসুর উপাচার্য গৌতম বুদ্ধ দাশ আজ রোববার বিকেলে তাঁর কার্যালয়ে আজকের পত্রিকাকে জানান, বিদেশ থেকে ১০০টির মতো কিট এরই মধ্যে আনা হয়েছে। খরচ পড়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। বিদেশ ফেরত কারও করোনা উপসর্গ থাকলে তাঁদের এই কিটের মাধ্যমে ওমিক্রন ধরনটি আছে কি-না, তা বোঝা যাবে। তবে শতভাগ ওমিক্রন আক্রান্ত কি-না, তা বুঝা যাবে জিনোম সিকোয়েন্স করে।
গৌতম বুদ্ধ দাশ বলেন, ‘দু-একদিনের মধ্যে কিটগুলো সিভাসুতে এসে পৌঁছাবে। এই কিটের দামও অনেক বেশি পড়ছে। চট্টগ্রামের সিভিল সার্জনকে বলা হয়েছে, বিদেশ ফেরত কারও উপসর্গ থাকলে যাতে নমুনা সংগ্রহ করে এখানে পাঠিয়ে দেয়। আমরা ৩-৫ ঘণ্টার মধ্যে ফলাফল জানিয়ে দিতে পারবো।’
তবে ওমিক্রণ নিয়ে ভয়ের কিছু নেই জানিয়ে সিভাসু উপাচার্য বলেন, ‘এখন পর্যন্ত ওমিক্রণ আক্রান্ত কেউ মারা যায়নি। তবে সংক্রমণের হার বেশি। এই জন্য আগের মতো সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে।’
সিভাসু ওয়ান হেলথ ইনস্টিটিউট করোনাভাইরাস নিয়ে বেশ কিছু গবেষণা করেছে। সর্বশেষ চট্টগ্রামে ৭৪৬ জন স্বাস্থ্য-পোশাককর্মীর ওপর পাঁচ মাস ধরে গবেষণা চালিয়েছেন তাঁরা।
এদিকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ঢেউ সামলাতে চট্টগ্রামে জোর প্রস্তুতি নিয়েছে প্রশাসন। চিকিৎসক-নার্সদের তৈরি রাখার পাশাপাশি চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরে জোরদার করা হয়েছে স্ক্রিনিং।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘ওমিক্রন মোকাবিলায় ১৫টি নির্দেশনা মেনে আমরা প্রস্তুতি নিয়েছি। সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা করে এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া আছে।’
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘বিদেশ ফেরতদের কোয়ারান্টাইনে রাখা হচ্ছে। উপসর্গ দেখা দিলে, করোনা পরীক্ষা করা হচ্ছে।’
বিশ্বে ২৪টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। পাশের দেশ ভারতেও এরই মধ্যে নতুন ধরনটি শনাক্ত হয়েছে। প্রাথমিকভাবে দ্রুত ওমিক্রন শনাক্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) সংগ্রহ করছে শনাক্তকরণ কিট। এ কিটের মাধ্যমে ৩-৫ ঘণ্টার মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত কি-না, তা বুঝা যাবে।
সিভাসুর উপাচার্য গৌতম বুদ্ধ দাশ আজ রোববার বিকেলে তাঁর কার্যালয়ে আজকের পত্রিকাকে জানান, বিদেশ থেকে ১০০টির মতো কিট এরই মধ্যে আনা হয়েছে। খরচ পড়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। বিদেশ ফেরত কারও করোনা উপসর্গ থাকলে তাঁদের এই কিটের মাধ্যমে ওমিক্রন ধরনটি আছে কি-না, তা বোঝা যাবে। তবে শতভাগ ওমিক্রন আক্রান্ত কি-না, তা বুঝা যাবে জিনোম সিকোয়েন্স করে।
গৌতম বুদ্ধ দাশ বলেন, ‘দু-একদিনের মধ্যে কিটগুলো সিভাসুতে এসে পৌঁছাবে। এই কিটের দামও অনেক বেশি পড়ছে। চট্টগ্রামের সিভিল সার্জনকে বলা হয়েছে, বিদেশ ফেরত কারও উপসর্গ থাকলে যাতে নমুনা সংগ্রহ করে এখানে পাঠিয়ে দেয়। আমরা ৩-৫ ঘণ্টার মধ্যে ফলাফল জানিয়ে দিতে পারবো।’
তবে ওমিক্রণ নিয়ে ভয়ের কিছু নেই জানিয়ে সিভাসু উপাচার্য বলেন, ‘এখন পর্যন্ত ওমিক্রণ আক্রান্ত কেউ মারা যায়নি। তবে সংক্রমণের হার বেশি। এই জন্য আগের মতো সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে।’
সিভাসু ওয়ান হেলথ ইনস্টিটিউট করোনাভাইরাস নিয়ে বেশ কিছু গবেষণা করেছে। সর্বশেষ চট্টগ্রামে ৭৪৬ জন স্বাস্থ্য-পোশাককর্মীর ওপর পাঁচ মাস ধরে গবেষণা চালিয়েছেন তাঁরা।
এদিকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ঢেউ সামলাতে চট্টগ্রামে জোর প্রস্তুতি নিয়েছে প্রশাসন। চিকিৎসক-নার্সদের তৈরি রাখার পাশাপাশি চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরে জোরদার করা হয়েছে স্ক্রিনিং।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘ওমিক্রন মোকাবিলায় ১৫টি নির্দেশনা মেনে আমরা প্রস্তুতি নিয়েছি। সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা করে এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া আছে।’
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘বিদেশ ফেরতদের কোয়ারান্টাইনে রাখা হচ্ছে। উপসর্গ দেখা দিলে, করোনা পরীক্ষা করা হচ্ছে।’
২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনায় হাসপাতালের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাইরে রাখা পুরাতন কিছু আসবাব ও মালামাল পুড়ে গেছে। আজ রোববার হাসপাতালের জরুরি বিভাগের পশ্চিম পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ মিনিট আগেবিভিন্ন বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার রাতে বগুড়া শহরের টিনপট্টি ও শাকপালা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেদুর্গাপুরের নান্দিগ্রাম এলাকায় দুটি মাথা নিয়ে জন্ম নিয়েছে একটি বাছুর গরু। এ ছাড়া বাছুরটির মুখ দুটি, কান তিনটি এবং চোখ রয়েছে চারটি। আজ রোববার উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রামের বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর একটি গাভি জন্ম দেয় এমন বাছুর। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই বাড়িতে বাছুরটিক
১২ মিনিট আগেগোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রপাতে শহীদ মুন্সী (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের পদ্মকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শহীদ ওই গ্রামের সেকেন্দার মুন্সীর ছেলে।
১৩ মিনিট আগে