Ajker Patrika

কুমিল্লায় বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেপ্তার ৭, অস্ত্র উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৬: ১৮
কুমিল্লায় বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেপ্তার ৭, অস্ত্র উদ্ধার

কুমিল্লা সদরের শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, সাতটি গুলি, চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান এ তথ্য জানান। 

পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, গত শুক্রবার দুপুরে কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় এক নারী যাত্রীর সঙ্গে মাইক্রোবাসের চালক ও লাইনম্যানের তর্ক-বিতর্ক হয়। পরবর্তীকালে এ ঘটনাকে কেন্দ্র করে শাসনগাছা মধ্যপাড়া ও মোল্লাপাড়ার লোকজনের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয় এবং জামিল হাসান অর্ণব নামের এক যুবক নিহত হন। 

ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের মা ঝর্ণা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করেন। পরে কোতোয়ালি পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একসঙ্গে কাজ শুরু করে। 

জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার আসামি খলিলুর রহমানকে শাসনগাছা মোল্লাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যমতে, কুমিল্লার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থান থেকে আজ রোববার ভোর পর্যন্ত আরও ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, সাতটি গুলি, চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি: আজকের পত্রিকাগ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা সদরের শাসনগাছা এলাকার ফজলে রাব্বি (৩০), মো. কাউছার (২০), খলিলুর রহমান (৬০) ও মো. রিয়াজ (২৬); শাসনগাছা এলাকার মো. সুমন (২৮) এবং শাসনগাছা দক্ষিণ বাড়ির মো. রাশেদ (৩৮) ও সোলেমান (৩৮)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে, চুরি ও মারামারির একাধিক মামলা রয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, খন্দকার আশফাকুজ্জামান, মো. নাজমুল হাসান, মো. কামরান হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত