প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে ব্রাভো নামের একটি কুকুরের সাহায্যে ৬০ হাজার ইয়াবা শনাক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় ইয়াবা বহনের দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবি চেকপোস্টে তাঁদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী সরলা এলাকার মৃত আবদুল আজিজের ছেলে মো. লেবু মিয়া (২৫) ও নিকরাইল গোহালিয়া বাড়ির মো. সানোয়ার হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন (৩৪)।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, সকালে একটি কক্সবাজারগামী মালবাহী ট্রাক দমদমিয়া চেকপোস্টে পৌঁছে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ব্রাভো নামের একটি কুকুর সব গাড়ি চ্যাক করতে থাকে। একপর্যায়ে একটি মালবাহী ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারে কুকুরটি ঘ্রাণ নেওয়া অব্যাহত রাখে ও সন্দেহজনক আচরণ শুরু করে। তাৎক্ষণিক কুকুরটির সঙ্গে থাকা বিজিবি সদস্যরা ফিল্টারটি খুলে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করে। সেই সঙ্গে ওই চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা বহনের দায়ে ট্রাকটিও জব্দ করে।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে অধিনায়ক জানান, ইয়াবাগুলো ওই এলাকার জনৈক হাফিজুর রহমানের কাছে পৌঁছে দিতে পাচার করছিলেন চালক হেলপার।
এ দিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর থেকে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মীর ইমরানুর রশিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়। তবে পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
কক্সবাজারের টেকনাফে ব্রাভো নামের একটি কুকুরের সাহায্যে ৬০ হাজার ইয়াবা শনাক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় ইয়াবা বহনের দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবি চেকপোস্টে তাঁদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী সরলা এলাকার মৃত আবদুল আজিজের ছেলে মো. লেবু মিয়া (২৫) ও নিকরাইল গোহালিয়া বাড়ির মো. সানোয়ার হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন (৩৪)।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, সকালে একটি কক্সবাজারগামী মালবাহী ট্রাক দমদমিয়া চেকপোস্টে পৌঁছে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ব্রাভো নামের একটি কুকুর সব গাড়ি চ্যাক করতে থাকে। একপর্যায়ে একটি মালবাহী ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারে কুকুরটি ঘ্রাণ নেওয়া অব্যাহত রাখে ও সন্দেহজনক আচরণ শুরু করে। তাৎক্ষণিক কুকুরটির সঙ্গে থাকা বিজিবি সদস্যরা ফিল্টারটি খুলে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করে। সেই সঙ্গে ওই চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা বহনের দায়ে ট্রাকটিও জব্দ করে।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে অধিনায়ক জানান, ইয়াবাগুলো ওই এলাকার জনৈক হাফিজুর রহমানের কাছে পৌঁছে দিতে পাচার করছিলেন চালক হেলপার।
এ দিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর থেকে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মীর ইমরানুর রশিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়। তবে পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
ঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
১ সেকেন্ড আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৬ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৯ মিনিট আগে