Ajker Patrika

হাতিয়ায় হরিণের মাংসসহ যুবক গ্রেপ্তার

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
গ্রেপ্তার জাহিদ উদ্দিন। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার জাহিদ উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী হাতিয়ায় সাড়ে তিন কেজি হরিণের মাংসসহ মো. জাহিদ উদ্দিন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার নলচিরাঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদ উপজেলার নলচিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলচিরাঘাট এলাকায় অভিযান চালিয়ে জাহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে হরিণের মাংস পাওয়া যায়। পরে তাঁকে হাতিয়া থানায় নিয়ে আসা হয়। দীর্ঘদিন ধরে একটি চক্র বনের হরিণ মেরে মাংসসহ শরীরের অংশ বিশেষ পাচার করে আসছে। জাহিদ সে চক্রের একজন সদস্য।

জাহিদকে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলাটি করেন স্থানীয় বন বিভাগের বিট অফিসার আরিফুল ইসলাম।

এ বিষয়ে হাতিয়া থানার উপপরিদর্শক মিনহাজ উদ্দিন জানান, জাহিদকে বন বিভাগের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই চক্রের সঙ্গে আরও যাঁরা জড়িত রয়েছে তাঁদের ধরতে অভিযান পরিচালনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত