Ajker Patrika

ই-অরেঞ্জের বিরুদ্ধে চট্টগ্রামে আরও এক মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ই-অরেঞ্জের বিরুদ্ধে চট্টগ্রামে আরও এক মামলা

পণ্য সরবরাহ না দিয়ে এগারো লাখ টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের বিরুদ্ধে চট্টগ্রামেও মামলা করেছেন এক ব্যবসায়ী। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালতে নালিশি অভিযোগটি করেন নগরের রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী নুরুল আবছার পারভেজ (৩৫)। আদালত এ বিষয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তাঁর স্বামী মাসুকুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা, কর্মকর্তা আমানুল্লাহ, বীথি আক্তার, জায়েদুল ফিরোজ ও নাজমুল হাসান রাসেল।

বাদীসহ প্রতারিত আরও দুজন মোর্শেদ সিকদার ও মাহমুদুল হাসান খানের প্রায় সাড়ে ১১ লক্ষ ৮৮ হাজার ৪৯০ টাকা পাওনা দাবি করে মামলাটি করেন। অপর দুজনও ই-অরেঞ্জের গ্রাহক। 
বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ আজকের পত্রিকাকে বলেন, আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ই-অরেঞ্জ সারা দেশে লাখ লাখ গ্রাহকের সঙ্গে প্রতারণার বিষয়টিও আদালতে তুলে ধরেছি।

অভিযোগে বলা হয়, বাদী ও অন্য দুই ভুক্তভোগীর এ বছর ২৭ মে থেকে বিভিন্ন সময় পণ্য কেনার জন্য ই-অরেঞ্জকে অগ্রিম টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধের পরেও আজ পর্যন্ত ই-অরেঞ্জ তিন গ্রাহকের পণ্য সরবরাহ দেয়নি। 

অর্ডার নেওয়ার পর থেকে ই-অরেঞ্জ ফেসবুক পেজে নোটিশ দিয়ে পণ্য চালান দেওয়ার  নিশ্চয়তা দেয়। এভাবে সারা দেশে লাখ লাখ গ্রাহক প্রতারিত হয়েছে।

একই অভিযোগে আগে ঢাকাসহ দেশের কয়েক জেলায় ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত