Ajker Patrika

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অভ্যন্তরীণ প্রশিক্ষণ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি 
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অভ্যন্তরীণ প্রশিক্ষণ

কুমিল্লার মুরাদনগর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের আয়োজনে স্থায়ী কর্মচারী, নকল নবীশ ও দলিল লেখকদের ভূমি নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় সাব-রেজিস্ট্রি অফিসে এই প্রশিক্ষণ হয়। সেখানে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা এবং জবাবদিহি জোরদার করতে অভ্যন্তরীণ এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম এই প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হোমনা সাব-রেজিস্ট্রার মো. সাকিম মজুমদার, গুনবতী সাব-রেজিস্ট্রার মো. আরিফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর দলিল লেখক সমিতির সভাপতি শাহ জাহান মুন্সি, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মুরাদনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, মুরাদনগর সাব-রেজিস্ট্রি অফিস সহকারী রাবেয়া বেগম, মুরাদনগর দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আব্দুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মতি, আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ রকিবুল শামীমসহ সব দলিল লেখক ও নকলনবিশেরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন দলিল লেখক মোবারক হোসেন। পরে মুরাদনগর দলিল লেখক সমিতির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত