Ajker Patrika

স্বামীকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া নারী ফেনীতে গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৩, ১৮: ২৭
স্বামীকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া নারী ফেনীতে গ্রেপ্তার

লক্ষ্মীপুরে স্বামীকে শ্বাসরোধে হত্যার অপরাধে গত ১১ এপ্রিল দেলু বেগমকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এ ঘটনায় পলাতক অবস্থায় গতকাল শুক্রবার রাতে ফেনী শহরের বিজয় সিংহ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

দেলু বেগম লক্ষ্মীপুর সদর উপজেলার কালীদাস গ্রামের মহরম আলী মোহনের স্ত্রী। এ ছাড়া তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ চণ্ডীপুর এলাকার আব্দুল খালেকের মেয়ে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম। তিনি বলেন, ‘দেলু বেগমকে আজ শনিবার লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

মোহাম্মদ সাদেকুল জানান, পারিবারিক কলহের জেরে ২০১১ সালের ৩০ মার্চ রাতে স্বামী মহরমকে শ্বাসরোধে হত্যা করেন দেলু। পরদিন মহরমের মা জাহানারা বেগম বাদী হয়ে পুত্রবধূ দেলুকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ দেলুকে গ্রেপ্তার করে। তিন মাস কারাগারে থাকার পর জামিন পেয়ে আত্মগোপনে যান তিনি। 

মামলার তদন্ত কর্মকর্তা ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর দেলুকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। মামলার বিচারকাজ শেষে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত চলতি বছরের ১১ এপ্রিল দেলুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয় বলে জানায় র‍্যাব।

আদালতের রায়ের পর আসামি দেলুকে ধরতে অভিযানে নামে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাঁকে ফেনী শহরের বিজয় সিংহ এলাকা থেকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত