Ajker Patrika

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড় ধসে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড় ধসে যুবক নিহত

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ সময় মাটি চাপায় একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-১ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবক আনোয়ার ইসলাম ওই ক্যাম্পের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে। 

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মোহাম্মদ সামছু-দৌজা নয়ন বলেন, কয়েক দিন ধরে ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত আছে। মঙ্গলবার দিবাগত রাতেও ভারী বৃষ্টি হয়। একপর্যায়ে ভোর রাত ৪টার দিকে বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-ব্লকে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একটি বসত ঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপায় এক রোহিঙ্গা মারা যান। পরে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত স্বেচ্ছাসেবকেরা মাটি সরিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে বলে জানান তিনি। 

এদিকে প্রবল বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় জেলা প্রশাসন মানুষকে ঝুঁকিপূর্ণ থেকে সরে নিরাপদ আশ্রয় যেতে প্রচারণা অব্যাহত রেখেছে। 

এর আগে গত ১৯ জুন উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবির ও আশপাশের কয়েকটি জায়গায় পাহাড় ধসে ৮ জন রোহিঙ্গা ও দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনার দুদিন পর ২১ জুন ভোরে কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত