Ajker Patrika

কক্সবাজারে ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় আটক ৭, এলাকায় বিক্ষোভ

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় আটক ৭, এলাকায় বিক্ষোভ

কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে পুলিশ ৬ জনকে এবং র‍্যাব একজনকে আটক করেছে। তবে আজ সোমবার রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।

এদিকে এ ঘটনায় পুলিশের দায়িত্বে গাফিলতির বিষয়টি খতিয়ে দেখার জন্য অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান।

এসপি জানান, ঘটনায় জড়িত থাকার সন্দেহে এরই মধ্যে ৬ জনকে আটক করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ফয়সাল উদ্দিনের ওপর হামলার আগে তিনি পুলিশের কাছে তাঁকে বাঁচানোর আকুতি জানিয়ে ছিলেন। কিন্তু পুলিশ তাঁর যথাযথ নিরাপত্তা দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে।

সোমবার বিকেলে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদ মাঠে ফয়সালের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা এ হত্যাকাণ্ডে পুলিশের গাফিলতির অভিযোগ তোলেন। তাঁরা এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য পুলিশেরও শাস্তি দাবি করেছেন। জানাজার আগে ছাত্রলীগ সেখানে বিক্ষোভ করেছে।

জানাজায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল করিমসহ স্থানীয় নেতারা।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, উত্তেজনার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আবু রায়হানসহ পুলিশের তিন সদস্য ঘটনাস্থলে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে ফয়সালকে অটোরিকশায় তুলে দেওয়া হয়। পরে ৫০ জনের অধিক একটি দল ধারালো অস্ত্র নিয়ে ফয়সালের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ ১৬ রাউন্ড গুলি ছোড়ে। তাৎক্ষণিক ফয়সালকে উদ্ধার করে হাসপাতালে আনার পথে অতিরিক্ত রক্তকরণে তাঁর মৃত্যু হয়।

গত রোববার সন্ধ্যায় খুরুশকুলে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে গিয়ে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিন নিহত হন। হত্যার আগে সম্মেলনস্থলে স্থানীয় আজিজ সিকদার ও জহিরের নেতৃত্বে কয়েকজন তাঁকে তুলে নেওয়ার চেষ্টা চালায়। এরপর আওয়ামী লীগ নেতারা থানা-পুলিশকে অবহিত করার পর পুলিশ সম্মেলনস্থলে যায়।

জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন বলেন, ‘পুলিশ নিরাপত্তার অভাবের বিষয়টি জেনেও ফয়সালকে রক্ষা করতে পারেনি।’

ঘটনার প্রত্যক্ষদর্শী রমজান আলী জানান, আজিজ ও জহিরের নেতৃত্বে হামলাকারীরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করে। দুই-তিন মিনিটের মধ্যে ফয়সালকে এলোপাতাড়ি কোপায় ও লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, বছরখানেক আগে নুরুল হুদা নামের এক ছাত্রের হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিপক্ষের লোকজন ফয়সালকে দোষারোপ করে হুমকি দিয়ে আসছিল। অথচ এ ঘটনায় ফয়সাল ছিল নির্দোষ। এ ঘটনার জেরে ফয়সালকে হত্যা করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। হত্যাকাণ্ডে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। 

ফয়সালের মা তহুরা বেগম বলেন, ‘সম্মেলনে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে আমার ছেলেকে আওয়ামী লীগ ও পুলিশের উপস্থিতিতে খুন করা হয়েছে। আমার ছেলের খুনীদের ফাঁসি চাই এবং পুলিশের বিচার চাই।’

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার এ ঘটনায় র‍্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে প্রধান অভিযুক্ত আজিজ সিকদারকে আটক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত